তবে এর আগে ২০০৭ সালে তিনি আলি আসকারিকে বিয়ে করেছিলেন। তাঁদের এক ছেলেও রয়েছে। নাম, আজলান। ২০০৯ সালে ছেলের জন্ম দেন মাহিরা। কিন্তু বিবাহবিচ্ছেদের পরেও তাঁদের মধ্যে তিক্ততা নেই বলেই জানান মাহিরা। দু’জনে একসঙ্গে ছেলেকে বড় করে তুলছেন। শুধু প্রাক্তন স্বামী নন, শ্বশুরবাড়ি দিকের আত্মীয়রাও সন্তানের পালনে সাহায্য করেন।
advertisement
২০২১ সালের এক সাক্ষাৎকারে মাহিরা বলেন, ‘‘আমার মনে হয় আজলানের যে বিষয়ে তার বাবা, তার পরিবার এবং আমি দ্বিমত পোষণ করি না। ওদের সঙ্গে সম্পর্ক এখনও ভাল। সেই বাড়িতেই আসলে বড় হয়ে উঠেছি আমি। কখনও কখনও অহংকার ছেড়ে বেরনো উচিত। আর নিজের সন্তানের ক্ষেত্রে সবদিকটাই বিচার করা উচিত। উল্টোদিকের মানুষজন ভাল হলে সেটা আরও সহজ হয়ে যায়।’’
আরও পড়ুন: দ্বিতীয়বার দাম্পত্য শুরু পাক অভিনেত্রী মাহিরার, শাহরুখ-নায়িকার রাজকীয় বিয়ের ঝলক!
২০১৯ সালে তুরস্কে সালিমের সঙ্গে বাগদান সেরেছিলেন মাহিরা। আর তার চার বছর বাদে বিয়ে করলেন যুগল। আইভরি লহেঙ্গা, লম্বা সাদা ভেইলে সেজেছিলেন মাহিরা। সালিম পরেছিলেন কালো শেরওয়ানি। হালকা নীল পাগড়ি ছিল মাথায়। রূপকথার মতো সেই বিয়ে যেন বলিউডেরই হাই প্রোফাইল ওয়েডিংগুলির কথা মনে করিয়ে দেয়। যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, সালিম এবং মাহিরা কাছাকাছি এসে একে অপরকে জড়িয়ে ধরেন, মাহিরার কপালে চুম্বন করেন সালিম।