ছবিটির ট্রেলারে দেখা গিয়েছে যে পাকিস্তানি ছবিতে সুপরিচিত হানিয়া আমির এই ভৌতিক কমেডিতে অভিনয় করছেন। ছবিটি শুধুমাত্র বিদেশে মুক্তি পাবে বলে মনে করা হচ্ছে।
ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) দিলজিৎ দোসাঞ্জ, গুণবীর সিং সিধু, মনমর্দ সিধু এবং পরিচালক অমর হুন্দালের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং চরম ক্ষোভ প্রকাশ করেছে। অভিযোগ এই যে তাঁরা তাঁদের আসন্ন ছবি সর্দারজি ৩-এ পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে কাস্ট করে ভারতীয় চলচ্চিত্র শিল্পকে নির্লজ্জভাবে অপমান করেছেন এবং জাতীয় অনুভূতিকে অসম্মান করেছেন। “আমরা যথাবিধি সম্মানপূর্বক অনুরোধ করছি যে তাঁদের পাসপোর্ট অবিলম্বে বাতিল করা হোক, ভারতীয় নাগরিকত্ব এবং জাতীয় পরিচয়ের সঙ্গে সম্পর্কিত কোনও অধিকার, সুযোগ-সুবিধা বা প্রতিনিধিত্ব থেকে তাঁদের স্থায়ীভাবে নিষিদ্ধ করা হোক”, দাবি সংগঠনের।
advertisement
আরও পড়ুন: তৈরি হল ইতিহাস..৪০ বছর পর! মহাকাশে ভারতীয়…শুভাংশ শুক্লার হাত ধরে উড়ান Axiom-4 Mission-এর
চলচ্চিত্র সংগঠনটি এই কাস্টিংকে ‘আমাদের দেশ এবং এর জনগণের সঙ্গে লজ্জাজনক বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করেছে, বিশেষ করে সাম্প্রতিক পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষাপটে। তারা অভিযোগ করেছে যে হানিয়া আমিরের এই ছবিতে অন্তর্ভুক্তি পাকিস্তানি শিল্পীদের উপর তাঁদের নিষেধাজ্ঞার সরাসরি লঙ্ঘন।
FWICE হানিয়া আমিরকে ‘ভারতের বিরুদ্ধে সোচ্চার প্রচারক’ হিসেবেও উল্লেখ করেছে, পাকিস্তানি এই অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীকে উপহাস এবং অপারেশন সিঁদুরের পরে সন্ত্রাসবাদকে সমর্থনের অভিযোগও করা হয়েছে।
মঙ্গলবার, FWICE তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের (CBFC) কাছে আপিল জমা দিয়েছে, যাতে ভারতে সর্দারজি ৩ মুক্তির সার্টিফিকেট না পায়। এই বিতর্ক সীমান্তের ওপারের শিল্পীদের সঙ্গে সহযোগিতা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে, বিশেষ করে তীব্র উত্তেজনার এই পরিস্থিতিতে।
আরও পড়ুন:মহাকাশে গিয়ে ঠিক কী করবেন শুভাংশু শুক্লারা? উড়ানের পরেই ভারতীয় মহাকাশচারীর প্রথম বার্তা
তবে, শুধু FWICE নয়, গায়ক মিকা সিংও এই কাস্টিংয়ের বিরুদ্ধে মুখ খুলেছেন। দোসাঞ্জের নাম না করেই তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, “আমরা সবাই জানি ভারত এবং পাকিস্তানের সম্পর্ক এখন ভাল নয়। অথচ কিছু লোক দায়িত্বজ্ঞানহীন আচরণ করেই চলেছে। সীমান্তের ওপারের সিল্পীরা যুক্ত এমন কনটেন্ট রিলিজের আগে অন্তত দুবার ভাবা উচিত, বিশেষ করে আমাদের দেশের সম্মানের বিষয়টি যখন জড়িত”!