কিন্তু কীভাবে পেলেন সেখানেই শ্যুটিংয়ের অনুমতি? পিছনে রাজকীয় প্রাসাদ, সামনে সবুজ ঘাসের গালিচা। বিরাট সেই বাগানে নাচছেন জুনিয়র এনটিআর ও রামচরণ। রাজকীয় ওই প্রাসাদ দেখে অনেকেরই মনে হয়েছিল, এ তো ভারতের কোনও জায়গা নয়। একেবারেই ঠিক।
আরও পড়ুন: 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর অস্কারজয়, ঘরে বসেই কোথায় দেখবেন এই তথ্যচিত্র? দারুণ চমক
advertisement
এই মুহূর্তে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে দেশের একটি বড় অংশ। তবে যুদ্ধ শুরুর কয়েকদিন আগেই শ্যুটিং করার অনুমতি পান এস এস রাজামৌলির টিম। ২০২১ সালে কিভের মেরেনস্কি প্যালেস মানে প্রেসিডেন্টের বাসভবনে শ্যুটিং করার অনুমতি মেলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কারণেই। ইউক্রেনের প্রেসিডেন্ট রাজনীতিতে আসার আগে পেশাগত অভিনেতা ছিলেন। সেই কারণে ভারতীয় ছবির শ্যুটিংয়ের প্রস্তাব ফেরাননি জেলেনস্কি।
আরও পড়ুন: অস্কারে আবেগঘন এসএস রাজামৌলি, জড়িয়ে ধরলেন স্ত্রীকে! ভাইরাল ছবি
'আরআরআর'-এর টিম শ্যুটিং সেরে ফেরার পরই বদলে যায় দেশটির চিত্র। শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তারপর থেকেই প্রেসিডেন্টের বাড়ি ও তার পাশ্বর্বতী এলাকা পর্যটকদের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। আন্তর্জাতিক মঞ্চে ভারতকে গর্বিত করেছে এই ছবির গান।