আরও পড়ুন: Bappi Lahiri-র প্রয়াণের পরে ছেলে Bappa Lahiri বাবা সম্পর্কে দিলেন এই বড় বয়ান
কেননা দেখতে এতটাই বদলে গিয়েছেন তিনি ৷ অনু আগরওয়াল বিগত কয়েক বছর ধরেই পর্দার আড়ালেই আছেন ৷ ১৯৯৯ সালে এক দুর্ঘটনায় জীবন থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে অনু আগরওয়ালের ৷ অনু সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় এই দুর্ঘটনার বিষয়টি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ৷ অত্যন্ত ভয়বহ দুর্ঘটনা ৷ এই দুর্ঘটনার ফলে না অনু আগরওয়ালের সম্মৃতি চলে গিয়েছে ২৯ দিন কোমাতেও ছিলেন তিনি ৷ অনু আগরওয়াল তাঁর বই 'Anusual' Memoir of a girl, who came back from the death যেখানে অনু আগরওয়াল তাঁর জীবনের সমস্ত যন্ত্রণার কাহিনি বর্ণিত করেছেন ৷
advertisement
আরও পড়ুন: Bangla serial TRP : 'মিঠাই' কি পারল নিজের জায়গা ফিরে পেতে? 'গাঁটছড়া'-র রেটিং পয়েন্ট অবাক করবে
শেষবারের মত অনু আগরওয়াল ১৯৯৬ সালে রিটার্ন অফ জুয়েলথিব ছবিতে অভিনয় করেছিলেন ৷ অনু তাঁর ৭ বছরের কেরিয়ারে হিন্দির সঙ্গে সঙ্গে তামিল ছবিতেও অভিনয় করেছেন ৷ এখানেও শেষ নয় তিনি টিভি-তেও অভিনয় করেছিলেন ৷ ভারতীয় চলচ্চিত্র তো বটেই পরিচালক মহেশ ভাটের জীবনের অন্যতম সেরা ছবি আশিকি (Ashiqui), এর রিমেক আশিকি ২ (Ashiqui 2) বেশ ভালই সারা ফেলেছিল ৷ যেখানে শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুর অভিনয় করেছেন ৷