আরও পড়ুন: অভিনেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ! বাড়িতে ডেকে ঘরবন্দি করে হেনস্থা অভিনেত্রীকে
দু’দিনব্যাপী একাঙ্ক নাটক প্রতিযোগিতায় ফালাকাটা ব্লকের ৯টি বিদ্যালয়ের পড়ুয়ারা অংশগ্রহণ করেছে। ফালাকাটা ড্রামাটিক হল কমিটির পক্ষ থেকে নাটকের আয়োজন বছরের প্রতি সময় করা হয়। একাঙ্ক নাটক বর্তমানে বিলুপ্তপ্রায়। এই নাটকের মুল বৈশিষ্ট নাটকটিকে সরলভাবে উপস্থাপিত করা।
advertisement
এই বিলুপ্তপ্রায় নাটকটি সম্পর্কে আগেই প্রতিটি স্কুলে বোঝানো হয়েছে কমিটির তরফে। দীর্ঘ সময় নয়, খুব কম সময়ে নাটকটি উপস্থাপিত করতে হয় বলে জানা যায়। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নাটকমুখী করার লক্ষ্যে এবং সংস্কৃতি চেতনা বৃদ্ধির লক্ষ্যেই এই বিদ্যালয় ভিত্তিক একাঙ্ক নাটক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছেl বর্তমান সময়ের যুবসমাজ মোবাইলের দিকে আসক্ত হচ্ছে, সেখান থেকে তাদেরকে বেরিয়ে এসে সংস্কৃতি চর্চায় আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজনl
Annanya Dey