অনুষ্কা শর্মার মজার পোস্ট নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া তোলপাড়৷ সেই পোস্টের ছবিতে ৭টা সুন্দর ছবি রয়েছে, সেইখানে এক এক ছবির এক একটা ক্যপশন দিয়েছেন৷ ক্যপশনে তিনি লিখেছেন, "আমাদের উদযাপন করতে এই সুন্দর ছবিগুলি পোস্ট করার জন্য আজকের চেয়ে ভাল দিন আর কীই বা হতে পারে, আমার ভালবাসা! ছবি ১ - আমি জেনেছি যে তুমি সবসময় আমার পিছনে রয়েছ, ছবি ২- আমাদের হৃদয়ে চিরকাল কৃতজ্ঞতা থাকবে তোমার জন্য ছবি ৩ - তুমি দীর্ঘ এবং বেদনাদায়ক ব্যথার পর একদিন হাসপাতালের বিছানায় বিশ্রাম নিচ্ছ, ছবি ৪ - সবকিছুতে ভাল স্বাদ বজায় রাখা, ছবি ৫- কিছু সহকর্মী হিসেবে ছবি, ছবি ৬- তোমার অনন্য এক্সপ্রেশনের জন্য আমার বেশিরভাগ ছবি পোস্ট করতে পারব না। ছবি ৭- আমাদের জন্য চিয়ার্স, আমার ভালবাসা আজকের, আগামীকালের এবং চিরকালের" তারসঙ্গে রয়েছে সেই ৭ অমূল্য ছবি৷
বিরাট কোহলিও পিছিয়ে নেই এই দৌড়ে৷ তিনি নিজেদের একটি রোম্যান্টিক ছবি পোস্ট করেছেন৷ সেইখানে ক্যপশনে লিখেছেন, "অনন্তকালের জন্য যাত্রায় ৫ বছর পূর্তি। তোমাকে পেয়ে আমি কত ধন্য, আমি তোমাকে আমার সমস্ত হৃদয় দিয়ে ভালবাসি"
আরও পড়ুন : ইরফান খানের ছেলে কেমন অভিনয় করলেন? স্ক্রিনে স্বস্তিকা মুখার্জির দাপট কেমন?
আরও পড়ুন : সামনেই পঞ্চায়েত ভোট! তার আগেই দুই ভিন্ন দলের নেতা দেব-মিঠুন একসঙ্গে পুজো সারলেন বেনারস মন্দিরে
পাঁচ বছরের দাম্পত্য জীবনে তাঁদের ঘিরে রেখেছে ভালবাসা, আদর, আবদার, আলো। তাঁদের প্রেম জীবনে অন্ধকারের কোনও জায়গা নেই। অনেকে বলেন, বিয়ের পর আর প্রেম থাকে না। কেউ কেউ তো এমনও উপদেশ দেন, প্রেমিকাকে বিয়ে করতে নেই! কিন্তু এসব বাধা-ধরা গণ্ডির বাইরে গিয়ে প্রেমের নতুন ইনিংস খেলেছেন বিরাট-অনুষ্কা। প্রেম, তার পর বিয়ে, তার পরে আবার নতুন করে প্রেম। তাঁদের যে একে অপরকে ভালবাসতে কোনও ক্লান্তি নেই। রোজই যেন তাঁরা একে অপরকে নতুন করে আবিষ্কার করেন!