বলিউড সূত্রে খবর, এবারের বিগ বস সিজন ১৬-তে নাকি প্রতিযোগী হিসেবে দেখা যাবে নুসরত জাহানকে। বাংলার জনপ্রিয় অভিনেত্রী, তৃণমূল কংগ্রেস সাংসদকে সলমান খানের বিস বসের ঘরে দেখতে পাওয়া যাবে। যদিও নুসরতের পক্ষ থেকে এখনও এই খবরের কোনও নিশ্চিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কোথাও এ নিয়ে কোনও মন্তব্যই করেননি নায়িকা। তবে সূত্রের খবর, ভক্তদের চমকে দিতেই নুসরতের এই চুপ থাকা।
advertisement
আরও পড়ুন: ফের কাশ্মীরে 'টার্গেট কিলিং'-এর চেষ্টা, এবার জঙ্গিদের গুলি বাংলার শ্রমিককে
কর্ম থেকে ব্যাক্তিগত জীবন, বারবার সাংবাদের শিরোনামে থাকেন নুসরত। অন্যদিকে 'বিগ বস' নিয়েও কম বিতর্ক হয় না। তাই এই দুই 'বিতর্ক' এক জায়গায় হলে, দর্শকের যে এই শো আরও বেশি ভাল লাগবে তা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: যে যাই বলুক, জুনের পাশেই দিদি! শ্রীকান্তকে বার্তা দিয়ে বিধায়িকা হলেন সঞ্চালিকাও
নুসরতের প্রেমিক যশ অভিনয় করতে চলেছেন বলিউড সিনেমায়। ইতিমধ্যেই মুম্বই রওনা দিয়েছেন তিনি। আর বিগ বসের গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে নুসরতও খুব শীঘ্রই পাড়ি দেবেন মুম্বইতে। সেক্ষেত্রে একরত্তি ছেলেকে কে দেখভাল করবেন, তা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে অভিনেতা বাবা-মাকে।