TRENDING:

ফের টপলেস কৃষ্ণা !

Last Updated:

“আমার মেয়ে মোটেও ন্যুড ছবি পোস্ট করেনি। ওর গায়ে টাওয়াল ছিল”। প্রথমবার এমনটাই বলেছিলেন বাবা জ্যাকি ৷ কিন্তু এবার কি বলবেন তিনি ? সোশ্যাল মিডিয়ায় যে আবার ভাইরাল ‘ন্যুড কৃষ্ণা’। বিছানায় শুয়ে টপলেস ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: “আমার মেয়ে মোটেও ন্যুড ছবি পোস্ট করেনি। ওর গায়ে টাওয়াল ছিল”। প্রথমবার এমনটাই বলেছিলেন বাবা জ্যাকি ৷ কিন্তু এবার কি বলবেন তিনি ? সোশ্যাল মিডিয়ায় যে আবার ভাইরাল ‘ন্যুড কৃষ্ণা’। বিছানায় শুয়ে টপলেস ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
advertisement

এখনও পা রাখেননি সিনেদুনিয়ায় কিন্তু লাইমলাইটে কি করে আসতে হয়, তা বেশ ভালো মতোই রপ্ত করেছে ফেলেছেন এই সেলেব কন্যা। তবে দেখেশুনে যা মনে হচ্ছে, আপাতত লাইমলাইটে আসতে নিজের শরীরকেই  বেছে নিয়েছেন কৃষ্ণা। ছবি না করেও তাই এখন যথেষ্ট জনপ্রিয় তিনি।

তবে কৃষ্ণার বলিউড সফর এখন শুধু সময়ের অপেক্ষা। শোনা যাচ্ছে, ছেলে টাইগারের পর এবার সিনেদুনিয়ায় পা রাখতে চলেছেন কৃষ্ণা। তবে পর্দার সমানে নয়। কৃষ্ণার ইন্টারেস্ট ক্যামেরার ব্যাকসিটে। শোনা যাচ্ছে করণ জোহরকে অ্যাসিস্ট করবেন কৃষ্ণা। তবে ছবির নাম এখনও জানা যায়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে এটাই প্রথমবার নয়। এর আগেও খবরের শিরোনামে এসেছেন জ্যাকি কন্যা। দাদার প্রথম ছবি ‘হিরোপান্তি’র সাকসেস পার্টিতে ব্রাজিলিয়ান বয়ফেন্ডকে সঙ্গে এনে চমকে দিয়েছিলেন সবাইকে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের টপলেস কৃষ্ণা !