TRENDING:

সুকেশের থেকে দামি গাড়ি, ব্যাগ উপহার নেন নোরা? ইডির দফতরে অভিযোগের জবাব তারকার!

Last Updated:

একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি নোরাকে উপহার দিয়েছিলেন সুকেশ। সে প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে নোরা দাবি করেন, তিনি প্রথমে গাড়িটি নিতে রাজি হয়েছিলেন। কিন্তু পরে বলেছিলেন যে তার প্রয়োজন নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ২০০ কোটি টাকার প্রতারণা মামলায় নিজের বয়ান রেকর্ড করতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)র দফতরে নোরা ফতেহি। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে এই মামলায় জ্যাকলিন ফার্নান্ডেজ ছাড়াও নাম জড়িয়েছে নোরার। সেই সূত্রে একাধিকবার ইডির দফতরে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিয়েছেন তিনি।
advertisement

শুক্রবার ইডির দফতর থেকে পাঁচ ঘণ্টা পর বেরিয়েছেন নোরা। সাংবাদিকদের মুখোমুখি হন বলি তারকা। তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কি সত্যিই সুকেশের কাছ থেকে মূল্যবান উপহার নিয়েছিলেন? নোরার সটান জবাব, "না"। তার পরেই গাড়িতে উঠে যান নোরা।

আরও পড়ুন : কাতারের স্টেডিয়ামে বাজছে নোরার গান! দর্শককূলের প্রতিক্রিয়ায় মুগ্ধ অভিনেত্রী

advertisement

প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)-এর আওতায় সুকেশ এবং আর্থিক প্রতারণা মামলার সম্পর্কে তাঁর বয়ান রেকর্ড করা হয় শুক্রবার।

আরও পড়ুন : বাড়ির সামনে কাতারে কাতারে ভক্তের ভিড়! জন্মদিনে এ এক অন্য 'জিত'-এ যাওয়ার গল্প, দেখুন ভিডিও

এর আগে গত সেপ্টেম্বর মাসে নোরা আর্থিক অপরাধ শাখার আধিকারিকদের সামনে নিজের পক্ষে যুক্তি দিয়ে বলেন, তিনি 'ষড়যন্ত্রের শিকার, ষড়যন্ত্রকারী নন।' সুকেশের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটও দেখান পুলিশকে।

advertisement

নোরা দাবি করেছিলেন, ২০২০ সালের ১২ ডিসেম্বরের আগে সুকেশের সঙ্গে তাঁর কথাই হয়নি। যেখানে সুকেশ দাবি করেছিলেন যে তার দুই সপ্তাহ আগে দু'জনের কথা হয়েছিল।

একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি নোরাকে উপহার দিয়েছিলেন সুকেশ। সে প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে নোরা দাবি করেন, তিনি প্রথমে গাড়িটি নিতে রাজি হয়েছিলেন। কিন্তু পরে বলেছিলেন যে তার প্রয়োজন নেই। নোরার কথায়, "তাই আমি ববিকে (নোরার পারিবারিক বন্ধু ববি খান।) এই বিষয়ে জানিয়েছিলাম, ববি সুকেশের সঙ্গে এই বিষয়ে কথা বলেছিল। আমি ববিকে বলেছিলাম গাড়িটি নিয়ে নিতে।" এই উত্তরের পাল্টা জবাব দিয়েছিলেন সুকেশ। তাঁর দাবি, তিনি সরাসরি নোরাকে গাড়িটি উপহার দিয়েছিলেন এবং পারিবারিক বন্ধুর এই বিষয়ে জড়িতই নন।

advertisement

সুকেশ-নোরার মধ্যে বিলাসবহুল ব্যাগের মতো দামি উপহারের আদান-প্রদান ছিল কিনা তাও জিজ্ঞাসা করেছিল তদন্তকারী সংস্থা। নোরা দাবি করেন, কখনওই এমন কিছু ঘটেনি। তিনি একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেখানেই তাঁকে প্রকাশ্যে একটি দামি ব্যাগ এবং একটি আইফোন ১২ উপহার দেওয়া হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

সুকেশ চন্দ্রশেখর অবশ্য বলেছিলেন যে তিনি বলি তারকাকে চারটি ব্যাগ উপহার দিয়েছিলেন, যা নোরা নিজেই বেছে নিয়েছিলেন। তার সঙ্গে কিছু টাকাও। মুম্বইয়ের একটি শপিং মল থেকে নোরার কর্মীরা ব্যাগগুলো নিয়ে গিয়েছিলেন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
সুকেশের থেকে দামি গাড়ি, ব্যাগ উপহার নেন নোরা? ইডির দফতরে অভিযোগের জবাব তারকার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল