TRENDING:

নোরা ফতেহিকে আবারও জিজ্ঞাসাবাদ, কালো কাপড়ে মুড়ে এলেন EOW দফতরে

Last Updated:

অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দিল্লি পুলিশ। নোরার পাশাপাশি পিঙ্কি ইরানিকেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। সুকেশ চন্দ্রশেখর নোরা ফাতেহিকে দেওয়া দামি উপহারের মাধ্যম ছিল পিঙ্কি ইরানি। এ কারণে দু’জনকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সুকেশ চন্দ্রশেখর মানি লন্ডারিং মামলায় বলিউড অভিনেত্রী এবং ডান্সার নোরা ফাতেহিকে ফের জিজ্ঞাসাবাদ। জ্যাকলিন ফার্নান্ডেজের পর এবার নোরা ফাতেহিকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। নোরা তার বক্তব্য রেকর্ড করতে দিল্লিতে EOW অফিসে পৌঁছেছেন।
advertisement

অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দিল্লি পুলিশ। নোরার পাশাপাশি পিঙ্কি ইরানিকেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। সুকেশ চন্দ্রশেখর নোরা ফাতেহিকে দেওয়া দামি উপহারের মাধ্যম ছিল পিঙ্কি ইরানি। এ কারণে দু’জনকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা হবে। এ বিষয়ে দিল্লি পুলিশ জানায় যে, জ্যাকলিনের সঙ্গে নোরা ফাতেহির সরাসরি কোনও সম্পর্ক নেই কিন্তু পিঙ্কি ইরানিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

advertisement

আরও পড়ুন শাঁখা সিঁদুর পরে নবনীতা, স্যুইমিং পুলে আগলে রাখলেন মেদহীন জিতুকে! দুরন্ত ছবি

পুলিশ ইতিমধ্যেই নোরা ফাতেহিকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। বৃহস্পতিবার, পঞ্চমবারের মতো পুলিশের সামনে জবানবন্দি রেকর্ড করবেন নোরা। নোরা শুরু থেকেই এ ব্যাপারে পুলিশকে সহযোগিতা করছেন। শেষবার যখন দিল্লি পুলিশ নোরাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল, তাকে অনেক প্রশ্ন করা হয়। সেই সময়ে অভিনেত্রী সুকেশের কাছ থেকে দামি উপহার পাওয়ার কথা স্বীকার করেছেন, তবে তিনি এটাও বলেছিলেন যে 'তিনি কোনও অপরাধমূলক কাজকর্মের সম্পর্কে অবগত ছিলেন না'।

advertisement

এর আগে, সুকেশকে গ্রেফতার করার পর জ্যাকলিন ফার্নান্ডেজ সহ অনেককে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি-র দিল্লি জোন টিম। তদন্ত সংস্থার মতে, অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর জেলে থাকাকালীন বহু মানুষকে ডেকে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেন। এই মামলায় তদন্তকারী সংস্থা এখনও পর্যন্ত প্রায় ৭ কোটি ২৭ লাখ টাকার সম্পদ উদ্ধার করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ইডি-র তদন্তের সময় জানা যায় যে সুকেশ চন্দ্রশেখর অবৈধ কার্যকলাপে যুক্ত এবং ২০০ কোটি টাকা রয়েছে। এই টাকার মধ্যে তিনি জ্যাকলিনকে ৫ কোটি ৭১ লাখ টাকা উপহার দিয়েছেন। পিঙ্কি ইরানি ও তার ড্রাইভারের মাধ্যমে জ্যাকলিনকে এই টাকা পাঠানো হয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
নোরা ফতেহিকে আবারও জিজ্ঞাসাবাদ, কালো কাপড়ে মুড়ে এলেন EOW দফতরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল