সূত্র থেকে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি৷ স্বাধীনতা দিবসের দিন প্রয়াত হলেন প্রদীপ দাশগুপ্ত৷ গতবছর ৩১ জুলাই প্রয়াত হয়েছিলেন সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র৷ স্ত্রীর মৃত্যুর বছর ঘুরতেই তিনিও চলে গেলেন৷ নিভে গেল আরও এক ‘প্রদীপ’৷ সঙ্গীত শিল্পী পার্থসারথি একলব্য এদিন প্রদীপ দাশগুপ্তের মৃত্যুর খবর শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা মিউজিক ইন্ডাস্ট্রি৷
advertisement
গান করতে গিয়েই একে অপরের সঙ্গে আলাপ৷ সেখান থেকেই প্রেম এবং তারপরেই বিয়ে৷ সারাজীবন নির্মলা মিশ্রর পাশে থেকেছেন প্রদীপ দাশগুপ্ত৷ ভালবেয়ে স্বামীকে জয় বলে ডাকতেন নির্মলা এবং স্বামীও তাঁকে আদর করে ডাকতেন জয়ী৷
আরও পড়ুন-‘জেলের বাথরুম পরিষ্কার করতেন সলমন’, শিউরে উঠা কাহিনি ফাঁস করলেন ভাইজান
আরও পড়ুন-চোখে বাঁধা ব্যান্ডেজ, হাসপাতালে নুসরত! আচমকা কী হল নায়িকার? নেবেন কাজ থেকে বিরতি
একটা সময়ে স্ত্রীর খ্যাতি শীর্ষে পৌঁছে গেলেও তাঁদের মধ্যে কোনওদিনই কোনও লড়াই ছিল না৷ বরং স্ত্রীকে এই খ্যাতির চূড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিরাট অবদান ছিল প্রদীপ দাশগুপ্তর৷ নির্মলার বহু গানের সুর করেছেন তিনি৷ এমনকী স্ত্রীর অসুস্থতার শেষ দিন পর্যন্ত তাঁর পাশে থেকেছেন স্বামী৷ একা হাতেই বৃদ্ধ বয়সে শয্যাশায়ী স্ত্রীর সমস্ত দায়িত্ব পালন করে গেছেন তিনি৷ দু’জন-দু’জনকে ছেড়ে থাকতে পারতেন না৷ স্ত্রীর মৃত্যুর বছর ঘুরতেই অবশেষে এক হলেন ‘হাসি কান্নার সাথী’৷