TRENDING:

Nirmala Mishra Husband Death: না ফেরার দেশে চলে গেলেন নির্মলা মিশ্রর স্বামী, বছর ঘুরতেই নিভে গেল 'প্রদীপ'

Last Updated:

Nirmala Mishra Husband Death: নির্মলা মিশ্রর মৃত্যুর বছর ঘুরতেই প্রয়াত হলেন সঙ্গীত শিল্পীর স্বামী প্রদীপ দাশগুপ্ত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নির্মলা মিশ্রর মৃত্যুর বছর ঘুরতেই প্রয়াত হলেন সঙ্গীত শিল্পীর স্বামী প্রদীপ দাশগুপ্ত৷ চিরঘুমের দেশে সকলকে ছেড়ে চলে গেলেন বাংলার বিশিষ্ট সুরকার তথা বর্ষীয়ান সঙ্গীত শিল্পী প্রদীপ দাশগুপ্ত৷ মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট শিল্পী৷ সঙ্গীত শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে সঙ্গীত মহলে৷
advertisement

সূত্র থেকে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি৷ স্বাধীনতা দিবসের দিন প্রয়াত হলেন প্রদীপ দাশগুপ্ত৷ গতবছর ৩১ জুলাই প্রয়াত হয়েছিলেন সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র৷ স্ত্রীর মৃত্যুর বছর ঘুরতেই তিনিও চলে গেলেন৷ নিভে গেল আরও এক ‘প্রদীপ’৷ সঙ্গীত শিল্পী পার্থসারথি একলব্য এদিন প্রদীপ দাশগুপ্তের মৃত্যুর খবর শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা মিউজিক ইন্ডাস্ট্রি৷

advertisement

গান করতে গিয়েই একে অপরের সঙ্গে আলাপ৷ সেখান থেকেই প্রেম এবং তারপরেই বিয়ে৷ সারাজীবন নির্মলা মিশ্রর পাশে থেকেছেন প্রদীপ দাশগুপ্ত৷ ভালবেয়ে স্বামীকে জয় বলে ডাকতেন নির্মলা এবং স্বামীও তাঁকে আদর করে ডাকতেন জয়ী৷

advertisement

আরও পড়ুন-‘জেলের বাথরুম পরিষ্কার করতেন সলমন’, শিউরে উঠা কাহিনি ফাঁস করলেন ভাইজান

আরও পড়ুন-চোখে বাঁধা ব্যান্ডেজ, হাসপাতালে নুসরত! আচমকা কী হল নায়িকার? নেবেন কাজ থেকে বিরতি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একটা সময়ে স্ত্রীর খ্যাতি শীর্ষে পৌঁছে গেলেও তাঁদের মধ্যে কোনওদিনই কোনও লড়াই ছিল না৷ বরং স্ত্রীকে এই খ্যাতির চূড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিরাট অবদান ছিল প্রদীপ দাশগুপ্তর৷ নির্মলার বহু গানের সুর করেছেন তিনি৷ এমনকী স্ত্রীর অসুস্থতার শেষ দিন পর্যন্ত তাঁর পাশে থেকেছেন স্বামী৷ একা হাতেই বৃদ্ধ বয়সে শয্যাশায়ী স্ত্রীর সমস্ত দায়িত্ব পালন করে গেছেন তিনি৷ দু’জন-দু’জনকে ছেড়ে থাকতে পারতেন না৷ স্ত্রীর মৃত্যুর বছর ঘুরতেই অবশেষে এক হলেন ‘হাসি কান্নার সাথী’৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Nirmala Mishra Husband Death: না ফেরার দেশে চলে গেলেন নির্মলা মিশ্রর স্বামী, বছর ঘুরতেই নিভে গেল 'প্রদীপ'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল