TRENDING:

Nirmala Mishra Died: নির্মলা মিশ্রের ডাকনাম ছিল 'ঝামেলা'! একদিনও ঝামেলা করতে দেখিনি: ইন্দ্রনীল সেন

Last Updated:

Nirmala Mishra Died: বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন উনি। খুব কষ্টে ভুগছিলেন, কোথাও যেন মনে হল একটা আত্মতৃপ্তি পেলেন, মুক্তি পেলেন: ইন্দ্রনীল সেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রয়াত বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। শনিবার রাতে দক্ষিণ কলকাতার চেতলার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই শিল্পী৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪৷ জীবনাবসান হল 'এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না'-এ মতো জনপ্রিয় গানের শিল্পীর। গায়িকা গানের জন্য যত বেশি পরিচিত ছিলেন, তারচেয়েও বেশি জনপ্রিয় ছিলেন তাঁর হাসিখুশি স্বভাবের জন্য শিল্পীমহলে। তাঁর মরদেহকে শ্রদ্ধা জানাতে অগ্রজ থেকে অনুজ, সকলে ছুটে এসেছিলেন, কেউ বাড়িতে, কেই রবীন্দ্রসদনে, কেউ বা বাংলা সঙ্গীত অকাদমীতে।
advertisement

নির্মলা মিশ্রের বাবা ছিলেন, পণ্ডিত মোহিনীমোহন মিশ্র। বিয়ের পর গায়িকার পদবী হয় দাশগুপ্ত, 'মিশ্র' তাঁদের পাওয়া পদবী। তাঁর বাড়িতেই ছিল গানের চর্চা।

দীর্ঘদিন ধরে নির্মলা মিশ্রের সঙ্গে সম্পর্ক ছিল রাজ্যের মন্ত্রী, গায়ক ইন্দ্রনীল সেনের। তিনি জানান, "বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন উনি। খুব কষ্টে ভুগছিলেন, কোথাও যেন মনে হল একটা আত্মতৃপ্তি পেলেন, মুক্তি পেলেন। ব্যক্তিগতভাবে তাঁকে চিনতাম, ওঁর ডাকনাম ছিল ঝামেলা। কিন্তু ওঁনাকে কোনওদিনও ঝামেলা করতে দেখিনি।"

advertisement

আরও পড়ুন: তিনটে করে আইসক্রিম খেয়ে স্টেজে গান গাইতে উঠতেন নির্মলা মিশ্র: অজয় চক্রবর্তী

'নির্মলা মিশ্র'দের মৃত্যু হয় না। তাঁরা পার্থিব শরীর নিয়ে চলে যান, কিন্তু তাঁদের গান রয়ে যায়। তাঁদের যে সুরেলা সফর ছিল, তার শেষ হয় না, দ্য শো মাস্ট গো অন... প্রজন্ম থেকে প্রজন্ম রয়ে যাবে তাঁর গান।

advertisement

আরও পড়ুন: সিনেমার নাম 'পাশবালিশ'! খলনায়িকা নন, এইবার শিক্ষিকার চরিত্রে অনামিকা সাহা

নির্মলা মিশ্রের প্রয়াণে শোকবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লিখেছেন, 'বিশিষ্ট সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি গভীর রাতে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘ কয়েক দশক ধরে কণ্ঠের জাদুতে তিনি শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন।' রবিবার কেওড়াতলা মহাশ্মশানেই শিল্পীর শেষকৃত্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Manash Basak

বাংলা খবর/ খবর/বিনোদন/
Nirmala Mishra Died: নির্মলা মিশ্রের ডাকনাম ছিল 'ঝামেলা'! একদিনও ঝামেলা করতে দেখিনি: ইন্দ্রনীল সেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল