বাড়ির ভিতর থেকে ৭৮ বছর বয়সি রব ও ৬৮ বছর বয়সি মিশেলের দেহ সন্দেহজনক অবস্থায় উদ্ধার করা হয়। রবিবার বিকালে লস অ্যাঞ্জেলেসের ব্রেন্টউড থেকে একটি ফোন পেয়ে রাইনারের বাড়িতে পৌঁছয় পুলিশ। প্রতিবেদন অনুযায়ী, রাইনার দম্পতির মেয়ে রোমি তাঁদের দেহ প্রথম দেখতে পান। স্থানীয় সময় ১৪ ডিসেম্বর বিকাল সাড়ে তিনটের পর তাঁর থেকে ফোন পেয়ে ওই বাড়িতে পৌঁছয় পুলিশ।
advertisement
‘ওয়েন হ্যারি মেট স্যালি’, ‘দ্য প্রিন্সেস ব্রাইড’ এবং ‘স্ট্যান্ড বাই মি’-এর মতো সিনেমা বানিয়েছেন তিনি। আ ফিউ গুড মেন-এর জন্য মনোনয়নও পান তিনি। ‘এভরিওয়ান’স হিরো, ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’-সহ একাধিক ছবিতে অভিনেতা হিসাবে কাজ করেছেন তিনি। ১৯৮৯ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের তিন সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরেই লস অ্যাঞ্জেলেসের ব্রেন্টউডের ওই বাড়িতেই ছিল দম্পতির সংসার। বিকেল ৩টে ৩৮ মিনিট নাগাদ সাউথ চ্যাডবোর্ন অ্যাভিনিউয়ের বাড়ি থেকেই তাঁদের দেহ উদ্ধার হয়েছে,
