TRENDING:

New Web Series: ‘মা লক্ষ্মী কি বর দেবেন তার নারায়ণকে ?’ চাঁদা তুলে বড় ওয়েবসিরিজ, টলিউডে এটা ‘গল্প হলেও সত্যি’

Last Updated:

এই সিরিজ এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন স্বরলিপি ঘোষ নিজেই। চলতি মাস থেকে শুটিং শুরু হয়েছে ভাগ্যলক্ষী বাম্পার এর। সিরিজ এর প্রযোজনায় আছেন Deziniax Studios, Greymater Films, এবং বাঁকুড়া মিমস। Deziniax New Web Series: studios এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এই সিরিজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এবার কি ঘোতনের ভাগ্যে লক্ষ্মী লাভ? শ্যুটিং শুরু নতুন ওয়েবসিরিজের। তবে কোনও বড়ো ব্যানারে নয়, এই প্রথমবার চাঁদা তুলে বড় ওয়েবসিরিজ।
চলতি মাস থেকে শ্যুটিং শুরু হয়েছে ভাগ্যলক্ষী বাম্পারের
চলতি মাস থেকে শ্যুটিং শুরু হয়েছে ভাগ্যলক্ষী বাম্পারের
advertisement

ঘোতনের ভাগ্যে এবার লক্ষ্মী! ভাগ্য গণনা করে বাম্পার এক ওয়েব সিরিজ  নিয়ে আসছে শুভম দত্ত। এই শহরে রোজ  নিত্যনতুন অনেক কিছুই ঘটে, কিছু আমাদের চোখে পড়ে,  আর অনেক কিছুই চোখে পড়ে না। রোজ কত মানুষই লটারি টিকিট কাটছে টাকা পাওয়ার জন্য, কিন্তু  লটারির টিকিট কেটে টাকার বদলে যদি অন্য কিছু পাওয়া যায়?  জীবনের সংকটে জর্জরিত হয়ে একটু আশার আলো  দেখার জন্য নারায়ণ টিকিট কেটে ফেলে লটারির, কিন্তু ভাগ্য কি তার সহায় হবে? মা লক্ষ্মী কি বর দেবেন তার নারায়ণকে ?

advertisement

এমনই  নতুন ধাঁচের  ওয়েব সিরিজ নিয়ে ফের পরিচালনায় ফিরছে শুভম দত্ত । এর আগে শুভম বেশ কিছু শর্ট ফিল্মস এ পরিচালনা করেছেন, তবে  ইতিমধ্যে ম্যাজিক রসগোল্লা ২০ টির উপর অ্যাওয়ার্ড ও পেয়েছে। তবে আর ছোট ছবি নয়  , এইবার বড় মাপের ওয়েব সিরিজ।

আরও পড়ুন –  Dilip Ghosh: সব পদ থেকে সরে ক্ষুব্ধ দিলীপকে মানাতে শাহি বৈঠক, নজরে ভোট

advertisement

ওয়েব সিরিজের স্ক্রিপ্ট তো হলো কিন্তু শুটিং হবে কি করে , প্রযোজক তো নেই , নিজেদের সব জমানো টাকা দিয়ে দিলেও খরচ পোষাচ্ছে না, তাই জনগণই ভরসা , ফেসবুকে একটি পোস্ট দিয়ে একদিনের খাওয়া খরচা উঠলেও , বহুমানুষ এমনই এগিয়ে এসেছে, DOP থেকে AD , Production Controller , Costume সবাই ভালোবেসে এগিয়ে এসেছেন কাজ করতে। এবার  ভাগ্যলক্ষ্মী ই ভরসা।

advertisement

নারায়নের চরিত্রে অভিনয় করেছে অভিনয় করছেন জনপ্রিয় ইউটিউবার উন্মেষ গঙ্গোপাধ্যায়, মা লক্ষ্মীর ভূমিকায় থাকছে স্বরলিপি ঘোষ, এছাড়াও অভিনয় করছেন চিরঞ্জিত চক্রবর্তী , সুরজিৎ মাল, বিমল গিরি, স্বাতী মুখোপাধ্যায়, সুব্রত সেনগুপ্ত ও আরও অনেকে৷  প্রত্যেকেই থিয়েটার জগতে বেশ দাপিয়ে বেড়াচ্ছেন।

এই সিরিজ এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন স্বরলিপি ঘোষ নিজেই। চলতি মাস থেকে শ্যুটিং শুরু হয়েছে ভাগ্যলক্ষী বাম্পারের৷ সিরিজ এর প্রযোজনায় আছেন Deziniax Studios, Greymater Films, এবং বাঁকুড়া মিমস। Deziniax studios এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এই সিরিজ।

advertisement

Manash Basak

বাংলা খবর/ খবর/বিনোদন/
New Web Series: ‘মা লক্ষ্মী কি বর দেবেন তার নারায়ণকে ?’ চাঁদা তুলে বড় ওয়েবসিরিজ, টলিউডে এটা ‘গল্প হলেও সত্যি’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল