TRENDING:

এবার বড় পর্দায় গালওয়ানের রক্তক্ষয়ী সংঘর্ষ! মুক্তি পেল টিজার, জন্মদিনে ভক্তদের বড় উপহার সলমনের

Last Updated:

নিজের জন্মদিনের দিন প্রকাশ পেল বহু প্রতীক্ষিত ছবি ‘Battle Of Galwan’-এর টিজার। নিজের ৬০তম জন্মদিনে এই টিজার প্রকাশ করে তিনি জানালেন, এটি শুধু জন্মদিন উপলক্ষে একটি টিজার রিলিজ নয়, বরং দেশের সীমান্তে দায়িত্বে থাকা ভারতীয় সেনাদের প্রতি এক গভীর শ্রদ্ধার্ঘ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই:  তাঁর ছবির প্রতীক্ষায় ছিলেন অনুরাগীরা। আর সেই ছবির টিজার প্রকাশের দিন হিসাবে নিজের জন্মদিনকেই বেছে নিলেন সলমন খান।
ব্যাটল অফ গালওয়ানের একটি দৃশ্য
ব্যাটল অফ গালওয়ানের একটি দৃশ্য
advertisement

নিজের জন্মদিনের দিন প্রকাশ পেল বহু প্রতীক্ষিত ছবি ‘Battle Of Galwan’-এর টিজার। নিজের ৬০তম জন্মদিনে এই টিজার প্রকাশ করে তিনি জানালেন, এটি শুধু জন্মদিন উপলক্ষে একটি টিজার রিলিজ নয়, বরং দেশের সীমান্তে দায়িত্বে থাকা ভারতীয় সেনাদের প্রতি এক গভীর শ্রদ্ধার্ঘ্য।

এই ছবিতে সলমন খানকে দেখা যাচ্ছে একজন ভারতীয় সেনা অফিসার হিসেবে। তাঁর অভিনয়ে রয়েছে দৃঢ়তা আর নীরব অথচ গভীর কর্তৃত্ব। টিজার প্রকাশের পরই অনুরাগীরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন এবং একে তাঁদের জন্য “সবচেয়ে সেরা জন্মদিনের উপহার” বলে আখ্যা দেন।

advertisement

https://www.youtube.com/watch?v=4HlRYUXOZc4

‘Battle Of Galwan’-এর টিজার শুরুই হয় সলমন খানের একটি শক্তিশালী সংলাপ দিয়ে। এই টিজারে সলমন খানকে বলতে শোনা যায়,

“জওয়ানরা মনে রেখো, যদি আঘাত লাগে, সেটাকে পদক বলে ভাববে। আর যদি মৃত্যুর মুখোমুখি হও, তাকে স্যালুট করে বলবে—‘আজ নয়, আবার কখনও।’”

এই সংলাপই ছবির সুর বেঁধে দেয়, যেখানে ফুটে ওঠে সাহস, দৃঢ়তা এবং ভারতীয় সেনাদের অদম্য মনোবল।

advertisement

সলমন খানের কঠোর লুক, নিয়ন্ত্রিত আগ্রাসন এবং তীক্ষ্ণ অভিনয় শেষ দৃশ্যে এসে আরও গভীর প্রভাব ফেলে। ক্যামেরার দিকে তাঁর অবিচল দৃষ্টিতে তৈরি হয় এক শক্তিশালী আবেগ, যা দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ রেখে যায়। টিজারের রুক্ষ ও বাস্তবধর্মী ভিজ্যুয়াল উচ্চভূমির যুদ্ধক্ষেত্রের নির্মম বাস্তবতা ও কঠিন পরিস্থিতিকে স্পষ্টভাবে তুলে ধরে।

টিজার দেখে অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। একজন লেখেন, “জন্মদিনে এর চেয়ে ভালো উপহার হতে পারে না।” আরেকজনের মন্তব্য, “মজা এসে গেল ভাই।” কেউ লিখেছেন, “ব্লকবাস্টার লোডিং,” আবার কেউ বলেছেন, “কী দারুণ উপহার দিলেন!”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লিভারের ভাল 'বন্ধু', লাইন দিয়ে কিনছে মানুষ! ফলন কম হলেও এই ফল চাষ করে মালামাল কৃষকরা
আরও দেখুন

পরিচালক অপূর্ব লাখিয়া পরিচালিত ‘Battle Of Galwan’ ছবিটি সাহস, আত্মত্যাগ এবং মানসিক দৃঢ়তার এক নির্ভীক ও বাস্তব চিত্রায়ন তুলে ধরবে বলেই আশা। ছবিতে সলমন খানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং, এবং ছবিটি প্রযোজনা করেছেন সলমা খান, ‘Salman Khan Films’ ব্যানারের অধীনে।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
এবার বড় পর্দায় গালওয়ানের রক্তক্ষয়ী সংঘর্ষ! মুক্তি পেল টিজার, জন্মদিনে ভক্তদের বড় উপহার সলমনের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল