নিজের জন্মদিনের দিন প্রকাশ পেল বহু প্রতীক্ষিত ছবি ‘Battle Of Galwan’-এর টিজার। নিজের ৬০তম জন্মদিনে এই টিজার প্রকাশ করে তিনি জানালেন, এটি শুধু জন্মদিন উপলক্ষে একটি টিজার রিলিজ নয়, বরং দেশের সীমান্তে দায়িত্বে থাকা ভারতীয় সেনাদের প্রতি এক গভীর শ্রদ্ধার্ঘ্য।
এই ছবিতে সলমন খানকে দেখা যাচ্ছে একজন ভারতীয় সেনা অফিসার হিসেবে। তাঁর অভিনয়ে রয়েছে দৃঢ়তা আর নীরব অথচ গভীর কর্তৃত্ব। টিজার প্রকাশের পরই অনুরাগীরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন এবং একে তাঁদের জন্য “সবচেয়ে সেরা জন্মদিনের উপহার” বলে আখ্যা দেন।
advertisement
https://www.youtube.com/watch?v=4HlRYUXOZc4
‘Battle Of Galwan’-এর টিজার শুরুই হয় সলমন খানের একটি শক্তিশালী সংলাপ দিয়ে। এই টিজারে সলমন খানকে বলতে শোনা যায়,
“জওয়ানরা মনে রেখো, যদি আঘাত লাগে, সেটাকে পদক বলে ভাববে। আর যদি মৃত্যুর মুখোমুখি হও, তাকে স্যালুট করে বলবে—‘আজ নয়, আবার কখনও।’”
এই সংলাপই ছবির সুর বেঁধে দেয়, যেখানে ফুটে ওঠে সাহস, দৃঢ়তা এবং ভারতীয় সেনাদের অদম্য মনোবল।
সলমন খানের কঠোর লুক, নিয়ন্ত্রিত আগ্রাসন এবং তীক্ষ্ণ অভিনয় শেষ দৃশ্যে এসে আরও গভীর প্রভাব ফেলে। ক্যামেরার দিকে তাঁর অবিচল দৃষ্টিতে তৈরি হয় এক শক্তিশালী আবেগ, যা দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ রেখে যায়। টিজারের রুক্ষ ও বাস্তবধর্মী ভিজ্যুয়াল উচ্চভূমির যুদ্ধক্ষেত্রের নির্মম বাস্তবতা ও কঠিন পরিস্থিতিকে স্পষ্টভাবে তুলে ধরে।
টিজার দেখে অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। একজন লেখেন, “জন্মদিনে এর চেয়ে ভালো উপহার হতে পারে না।” আরেকজনের মন্তব্য, “মজা এসে গেল ভাই।” কেউ লিখেছেন, “ব্লকবাস্টার লোডিং,” আবার কেউ বলেছেন, “কী দারুণ উপহার দিলেন!”
পরিচালক অপূর্ব লাখিয়া পরিচালিত ‘Battle Of Galwan’ ছবিটি সাহস, আত্মত্যাগ এবং মানসিক দৃঢ়তার এক নির্ভীক ও বাস্তব চিত্রায়ন তুলে ধরবে বলেই আশা। ছবিতে সলমন খানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং, এবং ছবিটি প্রযোজনা করেছেন সলমা খান, ‘Salman Khan Films’ ব্যানারের অধীনে।
