TRENDING:

New Bengali Movie: ঋত্বিক ঘটকের শতবর্ষে সুমন মৈত্রের ‘অ২ (A2)’ — মানবযন্ত্রণার প্রতি এক স্বনির্ভর চলচ্চিত্রিক শ্রদ্ধার্ঘ্য

Last Updated:

New Bengali Movie: ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে পরিচালক সুমন মৈত্র (Suman Maitra) নিয়ে এসেছেন এক গভীর মানবিক চলচ্চিত্র ‘অ২ (A2)’, যা নির্বাচিত হয়েছে এই বছরের ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival - KIFF) বাংলা প্যানোরামা বিভাগে (Bengali Panorama Section)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে পরিচালক সুমন মৈত্র (Suman Maitra) নিয়ে এসেছেন এক গভীর মানবিক চলচ্চিত্র ‘অ২ (A2)’, যা নির্বাচিত হয়েছে এই বছরের ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival – KIFF) বাংলা প্যানোরামা বিভাগে (Bengali Panorama Section)। এই চলচ্চিত্রটি ঋত্বিক ঘটকের ভাবধারা, ভাষা ও বাস্তবতার প্রতি এক শিল্পসম্মত শ্রদ্ধা নিবেদন।
News18
News18
advertisement

স্বাধীনভাবে নির্মিত এই চলচ্চিত্রটি আজকের বাংলা সিনেমার পরিসরে এক সাহসী উদ্যোগ। প্রথাগত প্রযোজনা সংস্থার বাইরে দাঁড়িয়ে নির্মিত ‘অ২’ প্রমাণ করে যে অর্থ নয়, শিল্প ও সৃজনশীল বিশ্বাসই আসল চালিকা শক্তি।

আরও পড়ুনঃ ফিট থাকতে জিমে সময় নষ্ট নয়! হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ চমকে দেবে

advertisement

চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র অপু (Apu) — জীবনের অপূর্ণতা ও লেখালিখির তীব্র আকাঙ্ক্ষায় বিভোর। সে এমন এক উপন্যাস লিখতে চায় যেখানে মিশে থাকে বাস্তব, স্বপ্ন ও অতৃপ্তি। অন্যদিকে দুর্গা (Durga) — যেন এক আধুনিক নীতা (Neeta) — নিজের অস্তিত্ব ও ভালোবাসাকে পুনরুদ্ধারের সংগ্রামে লিপ্ত। এই দুই চরিত্রের মধ্য দিয়ে ফুটে উঠেছে সমাজ ও মানুষের অন্তর্দ্বন্দ্ব, যা ঋত্বিক ঘটকের চলচ্চিত্র ভাষার প্রতিধ্বনি বহন করে।

advertisement

পরিচালক সুমন মৈত্র বলেন, “অ২ (A2)’ আসলে এক সময়ান্তরিত সংলাপ—ঋত্বিক ঘটকের কলকাতা আর আজকের সৃষ্টিশীল মানুষের অন্তর্দ্বন্দ্বের মধ্যে। এটি কেবল তাঁকে শ্রদ্ধা জানানো নয়, বরং আমাদের প্রজন্মের পক্ষ থেকে তাঁর ভাবনাকে পুনরায় অনুভব করার প্রচেষ্টা।”

চলচ্চিত্রে অভিনয় করেছেন রওনক ভট্টাচার্য, অঙ্কিতা ব্রহ্মা, মেহুলি সরকার, শ্রেয়সী রায় বন্দ্যোপাধ্যায়, দেবাশিস গাঙ্গুলি, অরুণ চ্যাটার্জি, মৌমিতা পাল, সুমি সেন, সৌভাগ্য মুখার্জি ও জয়িতা বিশ্বাস। প্রত্যেকের অভিনয়ে ধরা পড়েছে নীরব প্রতিবাদ, যন্ত্রণার গভীরতা ও মানবতার সুর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফিল্মি কায়দায় অস্ত্র ঠেকিয়ে নাবালিকাকে তুলে নিয়ে গেল যুবক! পরের ঘটনা জানুন
আরও দেখুন

ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে, ৪ঠা নভেম্বর ২০২৫-এ মুক্ত হতে চলেছে ‘অ২ (A2)’—যা শুধুমাত্র একটি চলচ্চিত্র নয়, বরং সিনেমা যে আজও প্রতিবাদ, অনুভব ও আশার জীবন্ত ভাষা, তারই এক প্রতীকী উচ্চারণ।

বাংলা খবর/ খবর/বিনোদন/
New Bengali Movie: ঋত্বিক ঘটকের শতবর্ষে সুমন মৈত্রের ‘অ২ (A2)’ — মানবযন্ত্রণার প্রতি এক স্বনির্ভর চলচ্চিত্রিক শ্রদ্ধার্ঘ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল