তাঁর অবশ্য আরও একটি পরিচয় রয়েছে। তিনি আসলে শিনা বোরার মা এবং মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রী। নিজের মেয়েকে খুনের অভিযোগে ২০১৫ সালে গ্রেফতার হয়েছিলেন ইন্দ্রাণী। নেটফ্লিক্সের আসন্ন ডকুমেন্টারি সিরিজ ‘দ্য ইন্দ্রাণী মুখার্জি স্টোরি: বারিড ট্রুথ’।
আরও পড়ুন: বিশ্বের সেরা আকর্ষণীয় পুরুষ কারা? তালিকায় এল ১০ নাম, চোখ সরানো দায়! হৃত্বিক কত নম্বর?
advertisement
সোমবার এই সিরিজের পোস্টার প্রকাশ্যে আনল নেটফ্লিক্স ইন্ডিয়া। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে যে, আগামী মাসেই ওই ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটির প্রিমিয়ার হবে। পোস্টারে ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের মুখ আংশিক ভাবে ঢাকা রয়েছে। ২০১২ সালে খুন হয়েছিলেন শিনা বোরা। সেই মামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছিল ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের বিরুদ্ধেই।
ওই সিরিজের মুক্তির দিন প্রকাশ্যে এনে শিনা বোরা হত্যাকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত ইন্দ্রাণী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, “একটি চাঞ্চল্যকর ঘটনা, যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। যার কেন্দ্রে রয়েছে একটি পরিবারের অন্ধকারতম রহস্য। ‘দ্য ইন্দ্রাণী মুখার্জি স্টোরি: বারিড ট্রুথ’ আসছে আগামী ২৩ ফেব্রুয়ারি শুধুমাত্র নেটফ্লিক্সে!”
আরও পড়ুন: মানুষ কেন দুঃখের গান শোনে জানেন? চিকিৎসকের যুক্তি অবিশ্বাস্য মনে হবে! জানুন
এর আগে এসেছিল ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের স্মৃতিকথা। গত বছর অর্থাৎ ২০২৩ সালে প্রকাশিত হয়েছিল ‘আনব্রোকেন: দ্য আনটোল্ড স্টোরি’। মিডিয়া জগতের ব্যক্তিত্ব ইন্দ্রাণী নিজের বইটিতে জীবনের গোটা অধ্যায় ফুটিয়ে তুলেছেন। এমনকী সেখানে রয়েছে তাঁর ৬ বছর কারাগারে বন্দি থাকার অধ্যায়ও।
বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন ইন্দ্রাণী। শিনা বোরা কাণ্ডের সমস্ত পুঙ্খানুপুঙ্খ বিবরণ থাকবে ওই ডকু-সিরিজে। সংবাদ সংস্থার প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, নেটফ্লিক্স ইন্ডিয়ার ডকু-সিরিজে আলোকপাত করবেন খোদ ইন্দ্রাণী মুখোপাধ্যায় থেকে শুরু করে তাঁর সন্তানরা এবং অভিজ্ঞ সাংবাদিক ও আইনজীবীরাও।
২০২২ সালের মে মাসে সুপ্রিম কোর্ট প্রাক্তন মিডিয়া একজিকিউটিভ তথা হাইপ্রোফাইল শিনা-মামলার মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে জামিন দিয়েছিল। ২০১২ সালের ২৪ এপ্রিল নিখোঁজ হয়ে যান মুম্বইয়ের মুম্বই মেট্রো ওয়ান-এর একজিকিউটিভ শিনা বোরা। ২০১৫ সালের অগাস্ট মাসে শিনাকে অপহরণ, খুন এবং তাঁর দেহ লোপাটের গুরুতর অভিযোগে ইন্দ্রাণী, তাঁর তৎকালীন স্বামী মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায়, ইন্দ্রাণীর প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না এবং গাড়ির চালক শ্যামবর রাইকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ।