এই সিরিজের ঘোর থেকেই কেউ বেরোতে পারেননি। বার বার দেখে ফেলেছেন বহু মানুষ। এবার বলিউডে তৈরি হল 'মানি হাইস্ট অ্যান্থেম সং'। কে নেই সেই গানে? অনিল কাপুর, শ্রুতি হাসান, হার্দিক পাণ্ডে, রাধিকা আপ্তে থেকে বিক্রান্ত মেসি সঙ্গে আরও আরও অনেকে অংশ নিয়েছেন এই অ্যান্থেম সং-এ।
advertisement
তৈরি করা হয়েছে একটি দারুণ ভিডিও। 'উই কান্ট ওয়েট এনি মোর' বলছেন অনিল কাপুর। তারপরেই এক বৃদ্ধ বলছেন " ফর দ্য মোস্ট ফারু শো" তার পরেই অনেকে মিলে বলছেন, "জলদি আও, জলদি আও, সিজন ৫" । মানি হাইস্ট-এর বিখ্যাত গান বেলা চাও- এর সুরে গাওয়া হয়েছে এই গান। রানা দগ্গুবাটিও বাদ পড়েননি ভাগ নিতে। নাইরোবির জন্য কেউ শোক পালন করছেন, তো কেউ হাতে গ্লাস তুলে নিচ্ছেন মস্কো ও ওসলোর জন্য। আর রাধিকা আপ্তে বলছেন, " চাই অর্থারিতো মরুক।" এই মজার ভিডিওটি ২৩ অগাস্ট ইউটিউবে শেয়ার হয়েছে নেটফ্লিক্সের তরফে। মিউজিক করেছে Nucleya, এই ভিডিওটি মাত্র ২৪ ঘণ্টায় ৩ কোটির বেশি মানুষ দেখে ফেলেছেন। কেউ আর পারছেন না ওয়েট করতে! কবে আসবে থার্ড সেপ্টেম্বর? এই আশাতেই দিন গুনছেন মানি হাইস্ট ভক্তরা।