নেহা সিং নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এমন একটি ভিডিও শেয়ার করেছেন যা একেবারে সোশ্যাল মিডিয়ায় হিল্লোল তুলেছে। নেহা সিং ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যাতে তাঁকে হট নাচ করতে দেখা যাচ্ছে৷
দিন কয়েক আগেই তিনি নিজের শোওয়ার ঘরে বিছানায় শুয়ে থাকার একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেই সময় সেই ভিডিও নেটিজেনদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি করেছিল৷
advertisement
তাঁর সেই ভিডিও-র পর ফ্যানরা তাঁর যৌবন রসে সিক্ত হয়ে যাচ্ছিলেন। নেহা সিং সোশ্যাল মিডিয়ায় রীতিমতো অ্যাক্টিভ৷ প্রতিদিন তাঁর সোশ্যাল মিডিয়ায় হট এবং সেক্সি ভিডিওগুলি ইনস্টাগ্রামে আপলোড করতেই থাকেন৷ সেখানেই এবার এল টিপ টিপ বরসা পানির ভিডিওটি৷
আরও পড়ুন – Shani Margi: ভাগ্যের চাকা একদম হুড়মুড়িয়ে ঘুরবে, তিন রাশিতে যেন টাকার বৃষ্টি
রইল সেই ভাইরাল রিল
টিপ টিপ বরসা পানি: নেহা সিং ইনস্টাগ্রামে উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের সুপারহিট গান টিপ টিপ বরসা পানি-র সঙ্গে নেচেছেন। নেহা সিং-এর স্টাইল দেখে অবাক হয়েছেন মানুষ। একটি বাথরুমে শাওয়ারের নিচেই নিজের লাস্য উজাড় করে দিয়েছেন৷
নেটিজেনরা অনেকেই নেহা সিংকে রবিনা ট্যান্ডনের চেয়ে বেশি হট ডান্স করেছেন এমনও মন্তব্য করেছেন৷ হলুদ শাড়ি পরা স্টাইল লাস্যে ডুবিয়ে নিয়েছেন নিজেকে৷
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এই রিল। ইনস্টাগ্রামে ভাইরাল রিল সোশ্যাল মিডিয়ায় তুফান তুলে উত্তাপ বাড়িয়েছেন হট অভিনেত্রী নেহা সিং।