এরপর নেহা বিয়ে করলেন। সে সময়েও একটা ছোট্ট নাটক করলেন। বিশাল দদলানি তো নেহাকে বলেই বসলেন, 'সত্যিই বিয়ে করছো? জামা কাপড় কি কিনবো? নাকি এটাও মিথ্যে? কিছুই তো বুঝছি না।' যদিও সে সময়ে সত্যিই বিয়েটা করেছিলেন নেহা। তবে বিয়ের পরেই ফের শুরু। দু-মাসের মধ্যেই তিনি সোশ্যাল মিডিয়াতে প্রেগন্যান্ট ছবি শেয়ার করলেন। জ্বল্পনা শুরু হল তবে কি নেহা মা হতে চলেছেন? দেখা গেল না, ওটাও একটা গানের অ্যালবাম রিলিজের প্রচার।
advertisement
সম্প্রতি নেহার একটি ভিডিও ফের ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে নেহা গাড়িতে বসে আছেন। কোথাও একটা যাচ্ছেন। মুখে বিষন্নতা। মন খারাপ মনে হচ্ছিল প্রথমটায় দেখে। হঠাৎ হানি সিং ও নেহা কক্করে জনপ্রিয় গান, 'সাইয়া জি' বাজতে শুরু করল। আর সেই গান গাইতে লাগলেন নেহা। তিনি গাইছেন, "মেরে নটি সাইয়া জি, কিউ পিতে হো ইতনি...'। এই সময় অভিযোগের ছাপ ধরা দিল নেহার চোখে মুখে। এই ভিডিও নেহা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে লিখলেন , 'আমার সাইয়া জি আমার মাথায় ও মনে আছে।" এই ভিডিও দেখা মাত্রই নেটিজেনরা নেহার পোস্টে কমেন্ট করে লেখেন, 'এটা কি সত্যিই অভিযোগ?" একজন লিখেছেন, 'রোহনপ্রীতকে মদ খেতে বারণ করুন না।" আবার অনেকে বলেছেন, " ও একটু আধটু তো সাবাই খায়।" আবার কেউ বলেছেন, 'আপনি সব পারেন। আমাদের মন ভালো করে দেন আপনি।" সত্যিই ভিডিওটি বেশ মজার। যা দেখে সকলেই ফের নেহার প্রশংসা করেছেন। যদিও ভিডিওটা মজা করেই করা। কিন্তু তাতেও ভাইরাল নেহার খুনসুটি।