রয়েছে আন্তর্জাতিক তারকাদের নামও৷ এই তালিকায় আছেন হাগ জ্যাকম্যান, দক্ষিণ কোরিয়ার মহিলা ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক, ব্যান্ড বিটিএস, অভিনেতা-গায়ক জে ছু, লি মিন-হো এবং অভিনেত্রী মাহিরা খান, পাকিস্তানী গায়ক আতিফ আসলাম, ত্রয়ে শিভান সহ অন্যান্যরা।
এই তালিকায় এরপরই আছেন শাহরুখ খান ও মাধুরী দীক্ষিতও। দু'জনের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা যথাক্রমে ১০৭ মিলিয়ন ও ১৩১ মিলিয়ন। তালিকায় অক্ষয় কুমার একমাত্র ভারতীয় অভিনেতা যিনি ২০২০সালের ফোর্বসের সেরা ১০ সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতার তালিকায় ১০ নম্বরে রয়েছেন। ভারতের করোনা ত্রাণে ৪ মিলিয়ন ডলার অনুদান দিয়েছিলেন। বিগ বি প্রসঙ্গে ফোর্বস জানিয়েছে, ‘এই কিংবদন্তী ২০০টির বেশি সিনেমা করেছেন, এই মে মাসে তিনি ১০ কোটি ৭০ লক্ষ ফলোয়ার অর্জন করেছেন৷ কোভিড-১৯ ত্রাণে তিনি ৭০ লক্ষ মার্কিন ডলার দিয়ে সহায়তা করেছেন তিনি। ।
advertisement
মে মাসে ফেসবুক লাইভে “আই ফর ইন্ডিয়া” কনসার্টে অংশ নিয়েছিলেন অভিনেতা অক্ষয় কুমার ও হৃত্বিক রোশন৷ এই লাইভ থেকে করোনাভাইরাসের অনুদান হিসাবে ৫২০ মিলিয়ন টাকা ওঠে।
১০০ জন ডিজিটাল তারকাদের তালিকায় ফোর্বস এশিয়া এমন কয়েকজনের কীর্তিদের তুলে ধরেছে যারা করোনার কারণে অনুষ্ঠানে নিষেধাজ্ঞা সত্ত্বেও ভক্তদের সাথে যোগাযোগ, সচেতনতা বা অনুপ্রাণিত করতে এবং করোনা ত্রাণের মতো বিষয়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলেন। তালিকাটি কোনও র্যাঙ্কিং ছাড়াই প্রকাশ করা হয়েছে।
Simli Dasgupta