TRENDING:

Neetu Kapoor Rishi Kapoor: 'এক রাতের ফূর্তি স্বভাব ছিল, ঋষিকে হাতেনাতে ধরেছিলাম', নীতুর বিস্ফোরক সাক্ষাৎকার ভাইরাল!

Last Updated:

Neetu Kapoor Rishi Kapoor: আমি জানতাম এগুলো সব এক রাতের ফূর্তি। দু'বছর আগেও এসব নিয়ে আমি অশান্তি করতাম। ঋষির প্রসঙ্গে নীতুর দাবি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নীতু কাপুরের পোস্ট নিয়ে যা তোলপাড় চলছে, তাকেও ছাপিয়ে যাবে নায়িকার পুরনো একটি সাক্ষাৎকারের গল্প। সম্প্রতি বিয়ে নিয়ে নীতুর পোস্ট নিয়ে হইচই শুরু হয়েছে। একটি পুরনো সাক্ষাৎকারে নীতু তাঁর প্রয়াত স্বামী অভিনেতা ঋষি কাপুরের বিবাহ-বহির্ভূত সম্পর্ক ও পরকীয়া নিয়ে অকপট বলেছিলেন। আর তার পর থেকেই নীতুর পরকীয়া নিয়ে ভাবনার চর্চা শুরু হয়েছে।
ঋষি ও নীতু কাপুর
ঋষি ও নীতু কাপুর
advertisement

রেডিটে সংবাদপত্রের একটি পুরনো ছবি শেয়ার করা হয়েছে। সেখানে স্বামী ঋষি কাপুরের একাধিকবার এমন ফ্লার্ট করার কাণ্ড নিয়ে কথা বলেছিলেন নীতু। তিনি বলেছিলেন, বিভিন্ন আউটডোর শ্যুটিংয়ে গিয়েই ঋষির পরকীয়া নিয়ে জানতে পেরেছিলেন নীতু। তাঁর কথায়, 'আমি ওকে শতবার হাতেনাতে ধরেছি। আমিই মনে হয় প্রথম ব্যক্তি ছিলাম যে ওর আউটডোরে পরকীয়া নিয়ে জানতে পারত। কিন্তু আমি জানতাম এগুলো সব এক রাতের ফূর্তি। দু'বছর আগেও এসব নিয়ে আমি অশান্তি করতাম। এখন এসব আর কিছু যায় আসে না।'

advertisement

আরও পড়ুন: দুরারোগ্য অসুখে আক্রান্ত সেলিন ডিয়ন, টাইটানিকের গায়িকা চিরতরে হারাতে পারেন সুর!

নীতু আরও বলেছিলেন, 'আমি বলতাম পরে দেখব তুমি কতদিন এটা করতে পারো। আসলে আমরা পরে একে অপরকে খুব বিশ্বাস করতাম। আমি জানতাম ওর কাছে পরিবার সবার আগে, বেকার এসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। এগুলো সব টাইম পাস। ও আমার প্রতি খুবই নির্ভরশীল। ও আমাকে ছেড়ে যাবে না। আমার মনে হয় পুরুষদের একটু স্বাধীনতা দেওয়া উচিত এ বিষয়ে। এটা ওদের চরিত্রেই থাকে। এটা বাঁধা সম্ভব নয়'।

advertisement

আরও পড়ুন: কুকুরের ডাকের মতো ঘেউ ঘেউ ও চিৎকার করে কথা বলে গোটা পরিবার, দেখেও বিশ্বাস করা কঠিন!

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

কয়েকদিন আগেই রণবীরের প্রাক্তনদের নিয়ে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেতার মা নীতু কাপুর। যে পোস্টে উল্লেখ করা ছিল, 'সে তোমার সঙ্গে ৭ বছর সম্পর্কে রয়েছে মানে এই নয়, যে সে তোমায় বিয়ে করবে। আমার কাকা ৬ বছর মেডিক্যাল নিয়ে পড়াশোনা করেছেন, কিন্তু এখন তিনি ডিজে'। বর্ষীয়ান অভিনেত্রীর এই পোস্ট ঘিরে বেশ জল্পনা তৈরি হয়েছিল নেটপাড়ায়।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Neetu Kapoor Rishi Kapoor: 'এক রাতের ফূর্তি স্বভাব ছিল, ঋষিকে হাতেনাতে ধরেছিলাম', নীতুর বিস্ফোরক সাক্ষাৎকার ভাইরাল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল