গানটি 'শুধু তোমারই জন্য' সিনেমার, গেয়েছিলেন অরিজিৎ সিং, মধুবন্তি বাগচি ও সোমলতা ! আজকের বিশেষ দিনে একে অপরকে বিবাহবার্ষিকীর (Neel Trina First Marriage Anniversary) শুভেচ্ছা জানাতে এই তুমুল রোম্যান্টিক গানই বেছে নিলেন নীল-তৃণা! শুট করলেন আদুরে একটি ভিডিও! যুগলের থেকে চোখ ফেরানো দায়...
দেখুন সেই ভিডিও--
এপ্রিল মাসে ছিল নীলের বাবা-মায়ের বিবাহবার্ষিকী! নিজেদের বিয়ের দিন বাবা-মায়ের সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাঁদের শুভেচ্ছা জানিয়েছিলেন নীল! শ্বশুর শাশুড়ির ৩২তম বিবাহবার্ষিকীতে তৃণা ঘরোয়া পরিবেশে তোলা একটি ছবি শেয়ার করে লেখেন, ‘ব্লেসড উইথ দ্য বেস্ট’।
গতবছর এইদিনে ঝলমল করছিল তপসিয়ার ‘গ্রিন অর্কিড’! অতিথি অভ্যার্থনা থেকে এলাহি খানাপিনার আয়োজন, বিয়েতে কোনও অভাব রাখেননি বাংলা সিরিয়ালের ‘হ্যাপেনিং জুটি’ (Neel Trina Wedding)। নীল-তৃণার বিয়েতে শুভেচ্ছা জানাতে এসেছিলেন খোদ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: বলিউডে ফের বিয়ের সানাই! শীঘ্রই বিয়ে ফারহান-শিবাণীর, কবে জানুন
আগে থেকেই শুরু হয়েছিল বিয়ে 'উদযাপন'! বিয়ের মাস কয়েক আগে থেকেই শুরু ‘ব্যাচেলরেট’, ‘প্রি ওয়েডিং ফোটোশ্যুট’, ‘আইবুড়ো ভাত’, ‘এনগেজমেন্ট’! নিজেদের নতুন জীবন শুরুর প্রতিটি আপডেট সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিতেও ভোলেননি তারকা জুটি (Neel Trina Wedding)!
বিয়ের দিন লাল-সাদা কাপড়ে সেজে উঠেছিল সদর দরজা। বরের অপেক্ষায় বরণডালা নিয়ে তৈরি কনেপক্ষ। মস্ত এক হুডখোলা গাড়িতে বরকর্তার সঙ্গে বিয়ে করতে আসেন নীল ভট্টাচার্য। নাচতে-নাচতে আসরে ঢোকেন অভিনেতা! প্রথমে ছিল রেজিস্ট্রি পর্ব (Neel Trina Wedding)! সাবেক বাঙালি কনের সাজে সেজেছিলেন তৃণা। লাল বেনারসি, কপালে চন্দন, সোনার গয়না। নীলের পরনে ছিল বাঙালি ধুতি-পাঞ্জাবি। আশীর্বাদ পর্ব শেষ হতেই আরম্ভ হল বিয়ের মূল রীতিগুলি। পান পাতায় মুখ ঢেকে পিঁড়িতে বসে কনে এলেন মণ্ডপে। নীলের চারপাশে ৭ বার ঘোরানো হল তৃণাকে। চলছে উলু ধ্বনি ও হই-হুল্লোড়, কিন্তু সকলের গলা ছাপিয়ে নীলের চিৎকার ভেসে এল, খোদ বর উলু ধ্বনি দিতে শুরু করলেন।