আরও পড়ুন: ক্যাটরিনা-ভিকি থেকে আলিয়া...ভ্যালেন্টাইনস ডে-র দিন কোথায় লেন্সবন্দি বলিটাউনের তারকারা?
ভিডিওটা শুরু হয় বিয়ের ভেন্যুর টপ শট দিয়ে! তারপর গায়ে হলুদের অনুষ্ঠান, মেহন্দি, সঙ্গীতের নানা ঝলক! মধ্যিখানেই রয়েছে কাছের মানুষজনদের কথোপকথন। এরপর বিয়ের সন্ধ্যাবেলার জমজমাট অনুষ্ঠান! এককথায়, নীল-তৃণার বিয়ের প্রতিটি মুহূর্ত ফের একবার চেখে দেখার পালা...
গতবছর এই দিনে পি সি চন্দ্র গার্ডেনে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করা হয়েছিল। মেরুন ভেলভেট-এর লেহেঙ্গায় সেজেছিলেন তৃণা, নীল পরেছিলেন ওয়াইন আর সোনালী জরির মিশেলে মুঘল বন্ধগলা, সঙ্গে সোনালী উত্তরীয়।
আরও পড়ুন: কী কাণ্ড! কাশ্মীরে পুরু বরফের ঢাকা রাস্তায় 'বাঘ ছাল' গায়ে মৌনি রায়! তুমুল ভাইরাল ছবি...
চলতি বছর ৪ ফেব্রুয়ারি, প্রথম বিবাহবার্ষিকীর দিন কপোত-কপোতি একে অপরকে বললেন, '' এটা গল্প কার, দেখো পড়ছে কে, ঘুমে রূপকথার দেশে ঘুরছে কে, কিছু আবদারের জানি নেই মানে, তোর সঙ্গে আজ আমাকে নে, এগিয়ে দে, এগিয়ে দে, দু' এক পা এগিয়ে দে , হাঁটতে চাই কয়েক পা তোর সাথে'' গানটি 'শুধু তোমারই জন্য' সিনেমার, গেয়েছিলেন অরিজিৎ সিং, মধুবন্তি বাগচি ও সোমলতা ! বিশেষ দিনে একে অপরকে বিবাহবার্ষিকীর (Neel Trina First Marriage Anniversary) শুভেচ্ছা জানাতে এই তুমুল রোম্যান্টিক গানই বেছে নিয়েছিলেন নীল-তৃণা! গতবছর এইদিনে ঝলমল করছিল তপসিয়ার ‘গ্রিন অর্কিড’! অতিথি অভ্যার্থনা থেকে এলাহি খানাপিনার আয়োজন, বিয়েতে কোনও অভাব রাখেননি বাংলা সিরিয়ালের ‘হ্যাপেনিং জুটি’ (Neel Trina Wedding)। নীল-তৃণার বিয়েতে শুভেচ্ছা জানাতে এসেছিলেন খোদ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।