রসায়ন নিয়ে স্নাতক পাশ করার পর পেট্রোকেমিক্যাল সংস্থায় কাজ করা শুরু করেছিলেন নওয়াজ। সুরক্ষিত চাকরি জীবন, মাসের শুরুতে মাইনে, সব ছেড়ে হঠাৎই অভিনয়ের দিকে মন ছুটল। সব ছেড়ে চলে গেলেন ন্যাশনাল স্কুল অফ ড্রামা-তে মঞ্চাভিনয় শিখতে। কিন্তু মায়ানগরীর প্রতিযোগিতায় মিশে গেলেন তিনি। 'শূল', 'সরফারোশ', 'নিউইয়র্ক'- এর মতো বড় বড় ছবিতে ছোট ছোট চরিত্রে দেখা যেত তাঁকে। ছিল না রোজগার। কিন্তু আশা ছেড়ে দিয়ে বাড়ি ফিরে যাননি। যদিও যাওয়ার উপায়ও ছিল না।
advertisement
আরও পড়ুন: পদ্মা সেতুতে অভিনেত্রী শিরিন! কেক কেটে করলেন উদযাপন! সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোল
অভিনেতার বাবা ছেলের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। এত কষ্ট করে মুম্বইয়ে প্রযোজকদের দরজায় দরজায় ঘুরতে হত ছেলেকে, তাই এই অভিনয়ের পেশায় সম্মতি দেননি। তাই ছেলেকে নিজের বাড়ি ঢুকতে দিতেন না নওয়াজউদ্দিনের বাবা।
আরও পড়ুন: স্বামীর প্রথম মৃত্যুবার্ষিকীতে চোখে জল মন্দিরার, রাজকে পাঠালেন প্রেম-বিরহের চিরকুট
কিন্তু তার পর খেলা ঘুরল। নওয়াজ এক মিনিটের চরিত্র থেকে ক্রমশ মূল চরিত্র বাগিয়ে নিতে শুরু করলেন৷ এখন আর তাঁকে কে থামায়। অভিনয় পেশায় টাকা উপার্জন করে প্রাসাদসম বাড়িও বানিয়ে ফেলেছেন তিনি। বলিউডে এখন তিনি অপরিহার্য অভিনেতা।