নিজের ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে ভিডিও করে নওয়াজের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন আলিয়া। যা শেয়ার হওয়ার পরেই হুলস্থুল পড়ে যায় নেট মহলে। কমেন্টের বন্যা বয়ে যায় নেটিজেনদের। এবার ফের আরেকবার কাঁদতে কাঁদতে আরও একটি ভিডিও শেয়ার করেছেন আলিয়া। যেখানে স্বামীর বিরুদ্ধে মুম্বাইয়ের ভারসোবা থানায় অভিযোগ দায়ের করার কথা জানিয়েছেন তিনি।
ভিডিওতে তিনি আরও বলছেন যে, সন্তানদের তাঁর কাছ থেকে ছিনিয়ে নিতে চান নওয়াজ। নিজের আর্থিক অনটনের কথাও তুলে ধরেছেন নওয়াজ পত্নী। নওয়াজ ও তাঁর মায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন তিনি।
আরও পড়ুন: লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে, মেয়ে দেবীকে নিয়েই এখন বিপাশার দিন-রাত, দেখুন আদুরে ছবি
ভিডিওটির ক্যাপশনে আলিয়া লিখেছেন, "একজন নামী অভিনেতা যে সবসময় মহান হওয়ার চেষ্টা করেন। ওনার নির্লজ্জ মা যে আমার সন্তানকে অবৈধ বলেন এবং এই খারাপ মানুষটি নির্বাক হয়ে থাকেন। ভারসোবা পুলিশ স্টেশনে কালই ওনার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এসেছি। যাই কিছু হয়ে যাক না কেন আমি কিছুতেই আমার সন্তানদের ওদের হাতে তুলে দেব না।"
এর আগেও নওয়াজের বিরুদ্ধে অভিযোগ এনে সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার করেন আলিয়া। যার জেরে তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছে অভিনেতাকে। ইন্টারনেটে তুমুল আলোচনার বিষয় হয়ে গিয়েছেন অভিনেতা।অভিনেতার বিরুদ্ধে তাঁর স্ত্রীয়ের এমন অভিযোগ শুনে হতবাক হয়েছেন অনুরাগীরা।