গাছে, লতা পাতায় রোগমুক্ত হওয়ার নিদর্শন রয়েছে আমাদের দেশে
ভারতীয় সংস্কৃতিতে আয়ুর্বেদ একসময়ের চিকিৎসা ব্যবস্থার মূল অঙ্গ ছিল
পান পাতা হজম শক্তি বাড়ায়। সাধারণত খাওয়ার পর পান খাওয়া হয় এটার কারণ হজম করতে সাহায্য করে পান
পাশাপাশি গ্যাস অম্বল কমায়। বাড়াতে পান দারুণ কার্যকর। পান পাতার রস পেটের পিএইচ লেভেল ঠিক রাখতে সাহায্য করে
মাউথফ্রেশনার হিসেবে কাজ করে পান। পান পাতার রস দাঁত ও মাড়ির পক্ষে উপকারী। পান পাতায় রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা ক্যান্সারের মতো মারণ রোগের ঝুঁকি কমায়
পান পাতায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল।যার ফলে ক্ষতস্থানে পান পাতা দিলে দ্রুত ক্ষত নিরাময় হয়
ফলে পান পাতা ব্যবহারে সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়।ঠান্ডা লাগা বা গলা ইনফেকশন, গলা খুসখুসের মতো সমস্যাতে পান দারুণ কার্যকরী
গলা খুসখুসের মতো সমস্যাতে পাঁচ মিলিলিটার রস সামান্য উষ্ণ গরম জলে দিয়ে পান করলে উপশম পাওয়া যায়
ত্বকের ক্ষেত্রে পান ভীষণ কার্যকরী। অ্যালার্জি, ফুসকুড়ি, দাদ বা আঁচিল হলে সেই স্থানে কয়েক দিন পান পাতার রস লাগালে ধীরে ধীরে সেই আঁচিল মিশে যায়
পান ডায়াবেটিস নি়য়ন্ত্রণে কাজ করে। পান পাতার মধ্যে ডায়াবেটিস প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে। কোষ্ঠকাঠিন্যর মত সমস্যা থেকে মুক্তি পেতে পান পাতা দারুন কার্যকরী
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন