Bipasha Basu:লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে, মেয়ে দেবীকে নিয়েই এখন বিপাশার দিন-রাত, দেখুন আদুরে ছবি

Last Updated:
1/7
মাতৃত্বের সফর চুটিয়ে উপভোগ করছেন বিপাশা বসু! আনন্দে আত্মহারা বাবা করণ সিং গ্রোভার। মেয়ে দেবীকে নিয়েই প্রতিটা মুহূর্ত কাটছে বিপস-এর।
মাতৃত্বের সফর চুটিয়ে উপভোগ করছেন বিপাশা বসু! আনন্দে আত্মহারা বাবা করণ সিং গ্রোভার। মেয়ে দেবীকে নিয়েই প্রতিটা মুহূর্ত কাটছে বিপস-এর।
advertisement
2/7
মেয়ের মুখের দিকে তাকিয়ে বিপাশার অনাবিল হাসি। উপচে পড়ছে মাতৃত্বের উচ্ছ্বাস। ছবিটির ক্যাপশনে বিপাশা লিখেছেন, “দেবীর বয়স তিন মাস হল। এত দ্রুত! তার সঙ্গে প্রতিটি মুহূর্ত... আমাদের সেরা স্মৃতি। দেবীর বাবা এবং মা হয়ে আমরা সবচেয়ে সুখী!”
মেয়ের মুখের দিকে তাকিয়ে বিপাশার অনাবিল হাসি। উপচে পড়ছে মাতৃত্বের উচ্ছ্বাস। ছবিটির ক্যাপশনে বিপাশা লিখেছেন, “দেবীর বয়স তিন মাস হল। এত দ্রুত! তার সঙ্গে প্রতিটি মুহূর্ত... আমাদের সেরা স্মৃতি। দেবীর বাবা এবং মা হয়ে আমরা সবচেয়ে সুখী!”
advertisement
3/7
২০২২ সালের ১২ নভেম্বর বিপাশা-করণের প্রথম সন্তান দেবীর জন্ম হয়
২০২২ সালের ১২ নভেম্বর বিপাশা-করণের প্রথম সন্তান দেবীর জন্ম হয়
advertisement
4/7
৪৩ বছর বয়সে দেবীর জন্ম দেন ‘জিসম’ নায়িকা বিপাশা।
৪৩ বছর বয়সে দেবীর জন্ম দেন ‘জিসম’ নায়িকা বিপাশা।
advertisement
5/7
বর্তমানে রোল ক্যামেরা, লাইট, অ্যাকশনের জগৎ থেকে অনেকটাই দূরে নায়িকা। সকাল থেকে রাত পর্যন্ত তাঁর সারাটা সময় এখন শুধুই মেয়ের
বর্তমানে রোল ক্যামেরা, লাইট, অ্যাকশনের জগৎ থেকে অনেকটাই দূরে নায়িকা। সকাল থেকে রাত পর্যন্ত তাঁর সারাটা সময় এখন শুধুই মেয়ের
advertisement
6/7
বেশ কয়েক বছর প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল গাঁটছড়া বেঁধেছিলেন বিপাশা এবং করণ। চলতি বছর অগাস্ট মাসে সন্তান সম্ভাবনার খবর ভাগ করে নিয়েছিলেন দু’জনে।
বেশ কয়েক বছর প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল গাঁটছড়া বেঁধেছিলেন বিপাশা এবং করণ। চলতি বছর অগাস্ট মাসে সন্তান সম্ভাবনার খবর ভাগ করে নিয়েছিলেন দু’জনে।
advertisement
7/7
বাবা করণের সঙ্গে ঘুমন্ত দেবীর ছবি দেন বিপাশা। পরনে ফ্রক, গোলাপি দস্তানায় ঢাকা হাত।  বাবা-মেয়ের ঘুমন্ত এই ছবি শেয়ার করে বিপাশা লেখেন, ''এটাই ভালবাসা।''
বাবা করণের সঙ্গে ঘুমন্ত দেবীর ছবি দেন বিপাশা। পরনে ফ্রক, গোলাপি দস্তানায় ঢাকা হাত। বাবা-মেয়ের ঘুমন্ত এই ছবি শেয়ার করে বিপাশা লেখেন, ''এটাই ভালবাসা।''
advertisement
advertisement
advertisement