TRENDING:

রাজেশ খান্নাকে নিয়ে মন্তব্য করে ফের বিতর্কে নাসিরুদ্দিন !

Last Updated:

সম্প্রতি এক ফিল্মি অনুষ্ঠানে প্রয়াত অভিনেতা রাজেশ খান্নাকে নিয়ে মন্তব্য করে জোরদার বিতর্কের মুখে পড়েছিলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সম্প্রতি এক ফিল্মি অনুষ্ঠানে প্রয়াত অভিনেতা রাজেশ খান্নাকে নিয়ে মন্তব্য করে জোরদার বিতর্কের মুখে পড়েছিলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ ৷ রাজেশ খান্না কন্যা ট্যুইঙ্কল খান্না নাসিরের মন্তব্যের নিন্দা করে ট্যুইটও করেছিলেন ৷ রাজেশ পত্নী ডিম্পলও ছেড়ে কথা বলেননি নাসিরকে ৷ এমনকী চিত্রনাট্যকর জাভেদ আখতার নাসিরের সমালোচনা করে বলেন, ‘নাসিরুদ্দিন ভালো মানুষ ও ভালো অভিনেতাদের হিংসে করেন !’
advertisement

সেই বিতর্ক চলছে এখনও ৷ পুরনো কাসুন্দিকে ফের ঘেঁটে নাসির এবার তাঁর মন্তব্যের বিরুদ্ধে ওঠা সমালোচনাকে থামাতে ফের মুখ খুললেন ৷ তবে এবারও বিতর্কের মুখে পড়লেন তিনি ৷

নাসিরুদ্দিন জানান, ‘আমার মন্তব্যকে ভুলভাবে নেওয়া হয়েছে ৷ আমি যেটা বলতে চেয়েছি, সেটার অর্থ পালটে দেওয়া হয়েছে ৷ আমি কখনই রাজেশ খান্নাকে অসম্মান করতে চাইনি ৷ আরাধনা, আনন্দ ছবি দেখে আমি তো মুগ্ধ ৷ আমিও রাজের খান্নার বড় ফ্যান ৷ কিন্তু জীবিত অবস্থায় কী রাজেশ উপযুক্ত সম্মান পেয়েছেন ! রাজেশের বাড়ির সামনে লক্ষাধিক অনরাগী দাঁড়িয়ে থাকতেন ৷ এর মানেই কী তিনি বড় অভিনেতা হিসেবে স্বীকৃতি পাবেন ? সম্মান কোথায় !’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নাসিরের এই মন্তব্যেও বিতর্ক উঠেছে ৷ বলিউড সিনে মহল মনে করছেন নাসিরের এবার চুপ করা উচিত ৷ এরকমই মনোভাব পোষণ করেছেন রাজেশ খান্নার জামাই অক্ষয় কুমার!

বাংলা খবর/ খবর/বিনোদন/
রাজেশ খান্নাকে নিয়ে মন্তব্য করে ফের বিতর্কে নাসিরুদ্দিন !