TRENDING:

টুইঙ্কল খান্নার কাছে ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন !

Last Updated:

শেষমেশ ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন শাহ ৷ ক্ষমা চাইলেন রাজেশ খান্নার কন্যা টুইঙ্কল খান্নার কাছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শেষমেশ ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন শাহ ৷ ক্ষমা চাইলেন রাজেশ খান্নার কন্যা টুইঙ্কল খান্নার কাছে ৷
advertisement

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুপারস্টার রাজেশ খান্নাকে ‘খারাপ অভিনেতা’ বলে মন্তব্য করেন ৷ সাক্ষাৎকারে নাসির বলেন, ‘সত্তর দশকের বলিউউ সিনেমা ছিল একেবারে মধ্যমেধার ৷ এই সময়ই সিনেমায় পা রেখেছিলেন রাজেশ খান্না ৷ রাজেশ খান্না সুপারস্টার ৷ কিন্তু আমার মনে হয় তাঁর অভিনয় খুবই দুর্বল ছিল ৷ একেবারে মাঝারি মাপের ৷’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নাসিরুদ্দিন শাহের এই মন্তব্য শুনে রীতিমতো অসন্তুষ্ঠ হন রাজেশ কন্যা টুইঙ্কল ৷ মুখে জবাব না দিয়ে, সদ্য লেখিকা নামে জনপ্রিয় হওয়া টুইঙ্কল ট্যুইটারে নাসিরুদ্দিনের মন্তব্যের জবাব দেন ৷ টুইঙ্কল লেখেন, ‘জীবিত ব্যক্তিকে সম্মান করতে না পারলেও, মৃত ব্যক্তিকে সম্মান করা শিখুন ৷ কারণ, মৃত ব্যক্তি আপনার মন্তব্যের সঠিক জবাব দিতে পারবে না ৷ এটা কোন ধরণের মেধা !’ টুইঙ্কলের এই ট্যুইটকে সমর্থন করেন পরিচাল করণ জোহর ৷ ততবে শুধু টুইঙ্কলই নয়, নাসিরের মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন বলিউডের অনেকেই ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
টুইঙ্কল খান্নার কাছে ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন !