অনন্ত-রাধিকাকে আশীর্বাদ করার পর প্রধানমন্ত্রীকে মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি অন্যান্য অতিথী-অভ্যাগতদের মাঝে নিয়ে যান। ক্রিকেট জগত্ থেকে ক্রীড়া দুনিয়া, দেশের একাধিক তারকা। এরপরেই দেখা যায় উপস্থিত জনতার উদ্দ্যেশ্যে হাত হাত নাড়তে নাড়তে বেরিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: ট্রাম্পের সভায় গুলি! কান থেকে ছিটকে মুখে-ঠোঁটে রক্ত, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে খুনের ছক?
advertisement
প্রসঙ্গত, নবদম্পতি অনন্ত-রাধিকাকে উপহারও দিয়েছেন প্রধানমন্ত্রী। একটি ভিডিয়োয় ধরা পড়েছে অনন্ত-রাধিকাকে মোদির উপহার দেওয়ার মুহূর্ত৷ তার পর মুহূর্তেই মোদির পা ছুঁয়ে আশীর্বাদ নেন নবদম্পতি৷ মুকেশ ও নীতা আম্বানি, শাইলা এবং বীরেন মার্চেন্টকেও শুভেচ্ছা জানান মোদি৷
অন্য আরেকটি ভিডিয়োয় দেখা গিয়েছে নীতা এবং মুকেশ আম্বানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিবাহবাসরে আমন্ত্রণ জানাচ্ছেন৷ ভিডিয়োয় আকাশ এবং ইশা আম্বানির সঙ্গে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে৷
আরও পড়ুন: রীতেশ-জেনেলিয়া থেকে সস্ত্রীক রহমান! অনন্ত-রাধিকার বিয়েতে কোন দম্পতিরা নজর কাড়লেন?
অনুষ্ঠানে যাওয়ার আগে, প্রধানমন্ত্রী মোদি ঠাণে এবং বোরিভালির মধ্যে দু’টি জোড়া টানেলের পাশাপাশি বিএমসির গোরেগাঁও-মুলুন্ড লিঙ্ক রোডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন৷ এদিন মুম্বইয়ে ২৯,৪০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস এবং অজিত পাওয়ার। শিন্ডে, ফড়ণবীস এবং অজিত পাওয়ারও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।