এরপরেই তিনি শোভিতার উদ্দেশে লেখেন, “তুমি ইতিমধ্যেই আমাদের জীবনে খুশির জোয়ার এনেছ। আমাদের পরিবারে তোমাকে স্বাগত শোভিতা।”
আরও পড়ুন: লৌকিক কাহিনি, সংস্কৃতি ও অভিঘাতের গল্প ‘কাল্পনিক’, ফিল্ম ফেস্টিভ্যালে হবে বিশেষ
এরপরের লাইনেই দক্ষিণী তারকার লেখায় ঝরে পরে একরাশ আবেগ। তিনি লেখেন, ” এই বিবাহের তাৎপর্য আরও গভীরে গেঁথে গিয়েছে কারণ তা সম্পন্ন হয়েছে এএনআর (নাগেশ্বর রাও)-এর মূর্তির তলায়। তাঁর শতবর্ষে এই বিবাহ দেখে মনে হচ্ছে উনি প্রতি পদে তোমাদের আশীর্বাদ করে চলেছেন। আমি ধন্যবাদ জানাই সকলকে যারা আজ এই নবদম্পতিকে আশীর্বাদ করলেন।”
আরও পড়ুন: নতুন অধ্যায় শুরু নাগা-শোভিতার! প্রেমিক-প্রেমিকা থেকে দম্পতি, রইল বিয়ের অ্যালবাম
প্রসঙ্গত, বুধবারই, তেলুগু মতে বিয়ে সারেন নাগা চৈতন্য আক্কিনেনি ও শোভিতা ধুলিপালা। গত কয়েক দিন ধরেই চর্চায় ছিল এই তারকা জুটির বিয়ে। হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিয়োয় বসেছিল বিয়ের আসর। প্রথমে শোনা যায়, রাজস্থানের প্রাসাদে হবে এই তারকা জুটির বিবাহবাসর। কিন্তু বরাবরই, অতিরিক্ত আতিশয্যে নাপসন্দ নাগা ও শোভিতা। তাই তাঁরা বেছে নিয়েছেন অন্নপূর্ণা স্টুডিয়ো।
চলতি বছরের অগস্ট মাসেই বাগ্দান পর্ব সেরেছিলেন নাগা ও শোভিতা। সেই ছবিও প্রকাশ্যে এনেছিলেন নাগার্জুনই। তারপর থেকেই আক্কিনেনি ও ধুলিপালা পরিবার মেতেছিল বিয়ের আচার-অনুষ্ঠানে নিয়েই। অবশেষে পুত্রের চারহাত একহাত হওয়ার পর আবেগঘন পোষ্ট করলেন নাগার্জুন।