TRENDING:

Nagarjuna: 'আমাদের জীবনে খুশির জোয়ার এনেছ, পরিবারে স্বাগত', পুত্রবধূকে উষ্ণ অভ্যর্থনা নাগার্জুনের

Last Updated:

বহু প্রতীক্ষার অবসান হয়েছে। চারহাত এক হয়েছে নাগা চৈতন্য আক্কিনেনি ও শোভিতা ধুলিপালার। এরপরেই তাঁদের বিয়ের ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোষ্ট করে আবেগে ভাসলেন দক্ষিণী তারকা তথা নাগা চৈতন্যের বাবা নাগার্জুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দরাবাদ: বহু প্রতীক্ষার অবসান হয়েছে। চারহাত এক হয়েছে নাগা চৈতন্য আক্কিনেনি ও শোভিতা ধুলিপালার। এরপরেই তাঁদের বিয়ের ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোষ্ট করে আবেগে ভাসলেন দক্ষিণী তারকা তথা নাগা চৈতন্যের বাবা নাগার্জুন। পুত্র এবং পুত্রবধূর ছবি পোষ্ট করে তিনি লেখেন, “শোভিতা এবং চে(চৈতন্য) একটা নতুন জীবন শুরু করতে চলেছে এটা আমার কাছে সত্যি একটা সুন্দর এবং আবেগঘন মুহূর্ত। আমার প্রিয় চে-কে অনেক অনেক অভিনন্দন।”
বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আবেগঘন পোষ্ট পিতা নাগার্জুনের। ছবি- সংগৃহীত
বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আবেগঘন পোষ্ট পিতা নাগার্জুনের। ছবি- সংগৃহীত
advertisement

এরপরেই তিনি শোভিতার উদ্দেশে লেখেন, “তুমি ইতিমধ্যেই আমাদের জীবনে খুশির জোয়ার এনেছ। আমাদের পরিবারে তোমাকে স্বাগত শোভিতা।”

আরও পড়ুন: লৌকিক কাহিনি, সংস্কৃতি ও অভিঘাতের গল্প ‘কাল্পনিক’, ফিল্ম ফেস্টিভ্যালে হবে বিশেষ

এরপরের লাইনেই দক্ষিণী তারকার লেখায় ঝরে পরে একরাশ আবেগ। তিনি লেখেন, ” এই বিবাহের তাৎপর্য আরও গভীরে গেঁথে গিয়েছে কারণ তা সম্পন্ন হয়েছে এএনআর (নাগেশ্বর রাও)-এর মূর্তির তলায়। তাঁর শতবর্ষে এই বিবাহ দেখে মনে হচ্ছে উনি প্রতি পদে তোমাদের আশীর্বাদ করে চলেছেন। আমি ধন্যবাদ জানাই সকলকে যারা আজ এই নবদম্পতিকে আশীর্বাদ করলেন।”

advertisement

আরও পড়ুন: নতুন অধ্যায় শুরু নাগা-শোভিতার! প্রেমিক-প্রেমিকা থেকে দম্পতি, রইল বিয়ের অ্যালবাম

প্রসঙ্গত, বুধবারই, তেলুগু মতে বিয়ে সারেন নাগা চৈতন্য আক্কিনেনি ও শোভিতা ধুলিপালা। গত কয়েক দিন ধরেই চর্চায় ছিল এই তারকা জুটির বিয়ে। হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিয়োয় বসেছিল বিয়ের আসর। প্রথমে শোনা যায়, রাজস্থানের প্রাসাদে হবে এই তারকা জুটির বিবাহবাসর। কিন্তু বরাবরই, অতিরিক্ত আতিশয্যে নাপসন্দ নাগা ও শোভিতা। তাই তাঁরা বেছে নিয়েছেন অন্নপূর্ণা স্টুডিয়ো।

advertisement

চলতি বছরের অগস্ট মাসেই বাগ্‌দান পর্ব সেরেছিলেন নাগা ও শোভিতা। সেই ছবিও প্রকাশ্যে এনেছিলেন নাগার্জুনই। তারপর থেকেই আক্কিনেনি ও ধুলিপালা পরিবার মেতেছিল বিয়ের আচার-অনুষ্ঠানে নিয়েই। অবশেষে পুত্রের চারহাত একহাত হওয়ার পর আবেগঘন পোষ্ট করলেন নাগার্জুন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Nagarjuna: 'আমাদের জীবনে খুশির জোয়ার এনেছ, পরিবারে স্বাগত', পুত্রবধূকে উষ্ণ অভ্যর্থনা নাগার্জুনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল