Naga Chaitanya-Sobhita Dhulipala: নতুন অধ্যায় শুরু নাগা-শোভিতার! প্রেমিক-প্রেমিকা থেকে দম্পতি, রইল বিয়ের অ্যালবাম

Last Updated:
Naga Chaitanya-Sobhita Dhulipala: সব নিয়মরীতি মেনে বিয়ে সারলেন নাগা-শোভিতা। তাঁদের বিয়ের ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিনেতা নাগার্জুন।
1/5
নতুন অধ্যায় শুরু করলেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা। হায়দ্রাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে বিয়ে সারলেন তাঁরা।
নতুন অধ্যায় শুরু করলেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা। হায়দ্রাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে বিয়ে সারলেন তাঁরা।
advertisement
2/5
বিয়ের দিন রাজসিক সাজে ওঠেন নাগা-শোভিতা। বরের পরনে ঘিয়ে রঙের ধুতি, পাঞ্জাবি এবং উত্তরীয়। কনে সেজে উঠেছেন সোনালি রঙের শাড়িতে। চোখ ধাঁধানো গয়নায় মুড়ে রয়েছেন অভিনেত্রী।
বিয়ের দিন রাজসিক সাজে ওঠেন নাগা-শোভিতা। বরের পরনে ঘিয়ে রঙের ধুতি, পাঞ্জাবি এবং উত্তরীয়। কনে সেজে উঠেছেন সোনালি রঙের শাড়িতে। চোখ ধাঁধানো গয়নায় মুড়ে রয়েছেন অভিনেত্রী।
advertisement
3/5
সব নিয়মরীতি মেনে বিয়ে সারলেন নাগা-শোভিতা। তাঁদের বিয়ের ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিনেতা নাগার্জুন।
সব নিয়মরীতি মেনে বিয়ে সারলেন নাগা-শোভিতা। তাঁদের বিয়ের ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিনেতা নাগার্জুন।
advertisement
4/5
তিনি লেখেন, 'শোভিতা এবং নাগাকে একসঙ্গে এই সুন্দর অধ্যায়টি শুরু করতে দেখা আমার জন্য একটি বিশেষ এবং আবেগময় মুহূর্ত। আমার প্রিয় নাগাকে অভিনন্দন, এবং প্রিয় শোভিতা পরিবারে স্বাগতম— তুমি ইতিমধ্যেই আমাদের জীবনে অনেক সুখ নিয়ে এনে।'
তিনি লেখেন, 'শোভিতা এবং নাগাকে একসঙ্গে এই সুন্দর অধ্যায়টি শুরু করতে দেখা আমার জন্য একটি বিশেষ এবং আবেগময় মুহূর্ত। আমার প্রিয় নাগাকে অভিনন্দন, এবং প্রিয় শোভিতা পরিবারে স্বাগতম— তুমি ইতিমধ্যেই আমাদের জীবনে অনেক সুখ নিয়ে এনে।'
advertisement
5/5
দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের ছেলের বিয়েতে চাঁদের হাট। অতিথি তালিকায় রয়েছেন অল্লু অর্জুন, রাম চরণ, নয়নতারা, মহেশ বাবুর মতো তারকারা।
দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের ছেলের বিয়েতে চাঁদের হাট। অতিথি তালিকায় রয়েছেন অল্লু অর্জুন, রাম চরণ, নয়নতারা, মহেশ বাবুর মতো তারকারা।
advertisement
advertisement
advertisement