লৌকিক কাহিনি, সংস্কৃতি ও অভিঘাতের গল্প 'কাল্পনিক', ফিল্ম ফেস্টিভ্যালে হবে বিশেষ শো

Last Updated:
বেশ কিছু নতুন ছবির প্রিমিয়ারও হতে যাচ্ছে এবারের চলচ্চিত্র উৎসবে। তেমনই একটি ছবি হল ‘কাল্পনিক’।
1/5
শুরু হয়ে গেল ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ ফিল্ম ফেস্টিভ্যাল মানেই এক গুচ্ছ ছবি দেখার সুযোগ৷ এবার এই ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে বাংলা ছবি ‘কাল্পনিক’৷ অভিনয়ে রজতাভ দত্ত, শতাক্ষী নন্দী, সাহিদুর রহমান, সায়ন ঘোষ এবং অন্যান্যরা।
শুরু হয়ে গেল ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ ফিল্ম ফেস্টিভ্যাল মানেই এক গুচ্ছ ছবি দেখার সুযোগ৷ এবার এই ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে বাংলা ছবি ‘কাল্পনিক’৷ অভিনয়ে রজতাভ দত্ত, শতাক্ষী নন্দী, সাহিদুর রহমান, সায়ন ঘোষ এবং অন্যান্যরা।
advertisement
2/5
‘কাল্পনিক’ ছবিটি প্রযোজনা করেছেন অর্ক মুখোপাধ্যায় ও অমৃতা চক্রবর্তী। পরিচালক ও লেখকও অর্ক মুখোপাধ্যায়। ছবিটির সঙ্গীত পরিচালক ও সুরকার নীল মুখোপাধ্যায়।
‘কাল্পনিক’ ছবিটি প্রযোজনা করেছেন অর্ক মুখোপাধ্যায় ও অমৃতা চক্রবর্তী। পরিচালক ও লেখকও অর্ক মুখোপাধ্যায়। ছবিটির সঙ্গীত পরিচালক ও সুরকার নীল মুখোপাধ্যায়।
advertisement
3/5
‘কাল্পনিক’-এর গল্পের পটভূমি চক্রপাণিপুরের এক অখ্যাত গ্রাম। যেখানে প্রায় ঘটনাচক্রেই পৌঁছে যায় সাংবাদিক মৈথিলী। সত্য অন্বেষণের জন্য এখানে আসেন তিনি৷ এই গ্রামে এসে এক আশ্চর্য ঘটনার পর্দা উন্মোচন করে ফেলে সেই সাংবাদিক।
‘কাল্পনিক’-এর গল্পের পটভূমি চক্রপাণিপুরের এক অখ্যাত গ্রাম। যেখানে প্রায় ঘটনাচক্রেই পৌঁছে যায় সাংবাদিক মৈথিলী। সত্য অন্বেষণের জন্য এখানে আসেন তিনি৷ এই গ্রামে এসে এক আশ্চর্য ঘটনার পর্দা উন্মোচন করে ফেলে সেই সাংবাদিক।
advertisement
4/5
গ্রাম জুড়ে একটি প্রাচীন মন্দিরকে ঘিরে অদ্ভুত সব মিথ কানে আসে তাঁর। এই ঘটনাগুলি কতটা সত্যি বা কাল্পনিক, সেই নিয়ে এগিয়েছে ছবির গল্প। বাস্তব আর অলৌকিকতাকে নিয়ে তৈরি এই ছবি দেখে আসুন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে৷
গ্রাম জুড়ে একটি প্রাচীন মন্দিরকে ঘিরে অদ্ভুত সব মিথ কানে আসে তাঁর। এই ঘটনাগুলি কতটা সত্যি বা কাল্পনিক, সেই নিয়ে এগিয়েছে ছবির গল্প। বাস্তব আর অলৌকিকতাকে নিয়ে তৈরি এই ছবি দেখে আসুন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে৷
advertisement
5/5
ছবিটি ইতিমধ্যেই প্রতিযোগিতামূলক বেঙ্গলি প্যানোরামা বিভাগে নির্বাচিত হয়েছে৷ ৫ ডিসেম্বর রবীন্দ্র সদনে সন্ধ্যা ৬.৩০-এ দেখানো হবে এবং ১০ ডিসেম্বর নজরুল তীর্থ ২ প্রেক্ষাগৃহে বিকেল ৫টায়।
ছবিটি ইতিমধ্যেই প্রতিযোগিতামূলক বেঙ্গলি প্যানোরামা বিভাগে নির্বাচিত হয়েছে৷ ৫ ডিসেম্বর রবীন্দ্র সদনে সন্ধ্যা ৬.৩০-এ দেখানো হবে এবং ১০ ডিসেম্বর নজরুল তীর্থ ২ প্রেক্ষাগৃহে বিকেল ৫টায়।
advertisement
advertisement
advertisement