ছবি মুক্তির আগেই অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন, অভিনেতা ঋদ্ধি সেন ৷ আর তারপর থেকেই এই ছবি নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে ৷ এমনকী, ছবি নিয়ে সেরকমভাবে কোনও তথ্যই ফাঁস করেননি ছবির টিম ৷ তবে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় নানা সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন, এই ছবি একেবারেই অন্যরকম এক ধরণের প্রেমের গল্প বলবে ৷ তবে ছবির টিম কখনই ‘নগরকীর্তন’কে সমকামী প্রেমের গল্প হিসেবে তুলে ধরতে চাইছেন না ৷ বরং বলছেন, এই ছবি এক বাঁশিওয়ালা ও এক রূপান্তরকামী মানুষের প্রেমের গল্প !
advertisement
Location :
First Published :
January 17, 2019 4:26 PM IST