সম্প্রতি সেই ঘটনা নিয়ে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে মধুরা দাবি করলেন, তাঁর তুতো বোন এবং জামাইবাবুকে যখন হত্যা করা হয়েছে, তখন তাঁদের দুই সন্তান সেই গাড়িতেই ছিল। পরে কর্তব্যরত আধিকারিকেরা সেই দুই শিশুকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন। রবিবারই নাকি বোন এবং বোনের স্বামীর মৃতদেহ উদ্ধার হয়।
আরও পড়ুন: সন্তানদের সামনেই নৃশংসভাবে খুন নায়িকার বোন! ইজরায়েল-হামাস সংঘাতে হৃদয়বিদারক ভিডিও দেখুন
মধুরা বলেন, ‘‘তাঁদের নিখোঁজ হওয়ার খবর পাই আমার পরিবারের থেকে। ঠিক তার ২৪ ঘণ্টা বাদেই মৃতদেহ পাওয়া গিয়েছে ওঁদের।’’ জানা গেল, মধুরার পরিবারের প্রায় ৩০০ সদস্য জন ইজরায়েলে আটকে রয়েছেন।
ভারতীয় বংশোদ্ভূত ইহুদি অভিনেত্রীর পরিবারে হাহাকার। মধুরার মা ইহুদি। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর তুতো বোনের ছবি পোস্ট করেছেন নায়িকা। দেখা যাচ্ছে, তাঁর বোন ওদায়া পাশে দাঁড়িয়ে তাঁর স্বামী, সঙ্গে দুই সন্তান। দীর্ঘ একটি পোস্ট করেছেন মধুরা। সেখানে মধুরার দাবি, ওদায়া এবং তাঁর স্বামীকে হত্যা করেছে হামাসরা। এই খবরটি দেওয়ার পর ইজরায়েলের মানুষদের পাশে থাকার বার্তা দেন মধুরা।