TRENDING:

সুপার ডান্সার খ্যাত শিল্পী জাহাঙ্গীর আলমের রহস্যজনক মৃত্যু ! শোকের ছায়া শিলিগুড়িতে

Last Updated:

ডান্স বাংলা ডান্স জুনিয়র ও সুপার ডান্সার রিয়ালিটি শো-র মাধ্যমে আলোচনায় আসা জাহাঙ্গীর পরে ডান্স প্লাস সিজন ফাইভ, ধী ১৩ ও ১৪ হায়দরাবাদ, ব্যাটেল অফ চ্যাম্পিয়ন্স এবং দুবাই ইন্টারন্যাশনাল শো-এর মতো নামী মঞ্চে পারফর্ম করে জাতীয় স্তরে খ্যাতি অর্জন করেছিলেন। এমনকী, মালায়লাম চলচ্চিত্রেও অভিনয়ের সুযোগ পান তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: নাচের মঞ্চ থেকে শুরু করে সিনেমার পর্দা— সর্বত্র নিজের প্রতিভার ছাপ রেখেছিল শিলিগুড়ির তরুণ নৃত্যশিল্পী জাহাঙ্গীর আলম। ডান্স বাংলা ডান্স জুনিয়র ও সুপার ডান্সার রিয়ালিটি শো-র মাধ্যমে আলোচনায় আসা জাহাঙ্গীর পরে ডান্স প্লাস সিজন ফাইভ, ধী ১৩ ও ১৪ হায়দরাবাদ, ব্যাটেল অফ চ্যাম্পিয়ন্স এবং দুবাই ইন্টারন্যাশনাল শো-এর মতো নামী মঞ্চে পারফর্ম করে জাতীয় স্তরে খ্যাতি অর্জন করেছিলেন। এমনকী, মালায়লাম চলচ্চিত্রেও অভিনয়ের সুযোগ পান তিনি।
জাহাঙ্গীর আলমের অকালপ্রয়াণ!
জাহাঙ্গীর আলমের অকালপ্রয়াণ!
advertisement

আরও পড়ুন– নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে, উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা ! পঞ্চমী ও ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া?

কিন্তু মাত্র ২৩ বছর বয়সে অকালপ্রয়াণে থেমে গেল তার উজ্জ্বল পথ চলা। জানা গিয়েছে, ২২ সেপ্টেম্বর দুবাইয়ের একটি হোটেল থেকে জাহাঙ্গীরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই দিনেই শেষ হয়েছিল তার প্রথম ভিসার মেয়াদ, পরদিন থেকে শুরু হওয়ার কথা ছিল দ্বিতীয় ভিসা। এই অদ্ভুত সময়ে ঘটে যাওয়া ঘটনায় উঠছে নানা প্রশ্ন।

advertisement

জাহাঙ্গীরের বাবা মহম্মদ ইজাজুল জানিয়েছেন, “আমার ছেলে ভিন দেশে গিয়ে নিজের জায়গা তৈরি করেছিল। হঠাৎ ভিসার মেয়াদ শেষ হওয়ার দিনে সে আত্মহত্যা করবে— এটা বিশ্বাস করতে পারছি না। এর পিছনে বড় কোনও রহস্য থাকতে পারে।”

View More

আরও পড়ুন– ‘আমরা প্রস্তুত…’ ! এশিয়া কাপের ফাইনালে উঠে ভারতের উদ্দেশ্যে শাহিন আফ্রিদির বার্তা ভাইরাল

advertisement

পুত্রহারা পরিবার স্তব্ধ। মা শোকে বাকরুদ্ধ, ভাই-বোন ও আত্মীয়রা কান্নায় ভেঙে পড়েছেন। শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডের শিবনগর কলোনিতে নেমে এসেছে শোকের ছায়া। জানা গিয়েছে, জাহাঙ্গীরের উপার্জনেই পরিবারের নতুন বাড়ি তৈরির কাজ শুরু হয়েছিল, কিন্তু সেই স্বপ্নও অপূর্ণ রয়ে গেল।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহ-শিল্পীরা ইতিমধ্যেই শিলিগুড়িতে পৌঁছতে শুরু করেছেন। তাঁরা ব্যানার–পোস্টার তৈরি করে প্রয়াত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানানোর প্রস্তুতি নিচ্ছেন। একইসঙ্গে তাঁর মৃত্যু রহস্যের তদন্ত দাবি তুলেছেন পরিবার ও সহকর্মীরা।

advertisement

মাত্র ২৩ বছরেই থেমে গেল এক প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পীর জীবনযাত্রা। প্রশ্ন এখন একটাই— এটি কি সত্যিই আত্মহত্যা, নাকি কোনও চক্রান্তের শিকার জাহাঙ্গীর আলম?

বাংলা খবর/ খবর/বিনোদন/
সুপার ডান্সার খ্যাত শিল্পী জাহাঙ্গীর আলমের রহস্যজনক মৃত্যু ! শোকের ছায়া শিলিগুড়িতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল