TRENDING:

Road Accident: সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা! গুরুতর আহত হয়ে ICU-তে 'মাই নেম ইজ খান'- অভিনতা, শারীরিক অবস্থা সঙ্কটজনক

Last Updated:

Road Accident: ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত 'মাই নেম ইজ খান'- অভিনতা৷ শনিবার সকালেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷ এই মুহূর্তে বান্দ্রায় একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন পারভিন দাবাস৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বিনোদন দুনিয়ায় ফের খারাপ খবর৷ ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ‘মাই নেম ইজ খান’- অভিনতা৷ শনিবার সকালেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷ এই মুহূর্তে বান্দ্রায় একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন পারভিন দাবাস৷ অভিনেতার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে জানা গেছে৷
 গুরুতর আহত হয়ে  ICU-তে 'মাই নেম ইজ খান'- অভিনতা
গুরুতর আহত হয়ে ICU-তে 'মাই নেম ইজ খান'- অভিনতা
advertisement

অভিনেতার স্ত্রী প্রীতি জাঙ্গিয়ানি তাঁর সঙ্গেই রয়েছেন৷ প্রো পাঞ্জা লিগের বিবৃতিতে জানানো হয়েছে, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ৷ প্রো পাঞ্জা লিগের সহ-প্রতিষ্ঠাতা পারভিন দাবাস হাসপাতালে ভর্তি রয়েছেন৷ এই মুহূর্তে তার শারীরিক অবস্থা সঙ্কটজনক৷

আরও পড়ুন-  বলুন তো, কোন প্রাণীর রক্তের দাম সবচেয়ে বেশি? ৯৯% মানুষই উত্তর দিতে গিয়ে ডাহা ফেল! চমকে দেবে উত্তর, গ্যারান্টি…!

advertisement

শনিবার ভোরবেলায় গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন অভিনেতা৷ তবে কীভাবে এই ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, তা এখনও সামনে আসেনি৷ তিনি এখন আইসিইউ-তে ভর্তি৷ এই কঠিন সময়ে অভিনেতা পারভিন এবং তাঁর প্রিয়জনদের জন্য গোপনীয়তার অনুরোধ করছি৷ আমরা পারভিনের দ্রুত আরোগ্য কামনা করছি৷

আরও পড়ুন-  ভয়ঙ্কর দুঃসময় শেষ…! বৃহস্পতি-চন্দ্রর মহামিলনে ‘গোল্ডেন টাইম’ শুরু ৪ রাশির, গজকেশরী রাজযোগে সোনায় মুড়বে ভাগ্য…

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অভিনেতার দুর্ঘটনার খবর পেয়েই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷ সকলেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছে৷ উল্লেখ্য, ‘মাই নেম ইজ খান’, ‘রাগিনী এমএমএস ২’, ‘খোসলা কা ঘোসলা’, ‘ শর্মাজী কি বেটি’-সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন৷ অভিনেতা ছাড়াও পারভিন দাবাস একজন প্রশিক্ষিত স্কুবা ড্রাইভার এবং ফোটোগ্রাফার৷ দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার অভিনেতার৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Road Accident: সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা! গুরুতর আহত হয়ে ICU-তে 'মাই নেম ইজ খান'- অভিনতা, শারীরিক অবস্থা সঙ্কটজনক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল