রামায়ণ শেষ হয়ে যাওয়ার পরে ধারাবাহিকের চরিত্রগুলিতে সত্যিকারেই পুজো করতেন ৷ রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান, বিভীষণ চরিত্র অত্যন্ত কাছের চরিত্রে পরিণত হয়েছে ৷ বিভীষণের চরিত্রে অভিনয় করেছিলেন মুকেশ রাওয়াল ৷ মুকেশ টিভি ও চলচ্চিত্রের এক জনপ্রিয় তথা পরিচিত মুখ ৷ হিন্দি ছবির সঙ্গে সঙ্গে বেশ কিছু গুজরাতি ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ মুকেশ রাওয়ালের মৃত্যু একটি ট্রেন দুর্ঘটনায় ৷ মৃতদেহ রেললাইনে পড়েছিল ৷
advertisement
তাঁর মৃত্যু নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে ৷ এই নিয়ে প্রয়াত অভিনেতার পরিবার কোনও প্রতিক্রিয়া দেননি ৷ কিন্তু তাঁর আত্মহত্যার তত্ত্বে মান্যতা দেননি ৷ মুকেশ রাওয়ালকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক চর্চা হয়েছে ৷ কেউ কেউ বলেছেন তিনি একজন থিয়েটারের অভিনেতা ছিলেন রামায়ণই তাঁর প্রথম অনুষ্ঠান ৷
রামায়ণে তিনি মেঘনাদ ও বিভীষণ চরিত্রে অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন ৷ পরে তাঁকে বিভীষণের জন্যই নির্বাচিত করা হয়েছিল ৷ ২০১৬ সালেই তাঁর মৃত্যু হয়েছে ৷