TRENDING:

Mimi Chakraborty:'এরকম একটা আমারও চাই', মিমির আবদার শুনে এটা কী করলেন শাহরুখ, জানলে চমকে যাবেন

Last Updated:

Mimi Chakraborty: মিমির যেই আবদার পূরণ করলেন শাহরুখের টিম তা শুনলে চমকে যাবেন আপনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একাধারে অভিনেত্রী অন্যদিকে সাংসদ, টলি নায়িকা মিমি চক্রবর্তী সমান তালে সবটা চালিয়ে যাচ্ছেন। অভিনেত্রীর ফ্যান ফলোয়ারের সংখ্যা আকাশছোঁয়া, তবে সেই তালিকায় শাহরুখ খানও যে রয়েছে, সেটা কি জানতেন৷ বাদশার সঙ্গে মিমির যে সখ্যতা রয়েছে তা সকলেই জানেন৷ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুজনের বহুবার দেখা হয়েছে৷ পাঠান মুক্তির আগে ভালবেসে শাহরুখের কাছে একটি আবদার রেখেছিলেন মিমি৷ বলেছিলেন পাঠান ২ নায়িকা বানাতে৷ যদিও সেই প্রশ্নের উত্তর তখন পাননি তারকা৷ তবে এবার মিমির যেই আবদার পূরণ করলেন শাহরুখের টিম তা শুনলে চমকে যাবেন আপনি৷
'এরকম একটা আমারও চাই', মিমির আবদার শুনে এটা কী করলেন শাহরুখ, জানলে চমকে যাবেন
'এরকম একটা আমারও চাই', মিমির আবদার শুনে এটা কী করলেন শাহরুখ, জানলে চমকে যাবেন
advertisement

আগামী সোমবার ইডেন গার্ডেনে পাঞ্জাব সুপার কিংসের মুখোমুখি হচ্ছেন কেকেআর৷ এবার তার আগেই আবদার পূরণ হল নায়িকার৷ দিনকয়েক আগে অভিনেত্রীর বান্ধবী কেকেআর-এর কাস্টমাইজড জার্সি গায়ে একটি ছবি পোস্ট করেছিলেন৷ ছবি দেখা মাত্রই সেটা নিজের টুইটারে রিটুইট করে সাংসদ অভিনেত্রী লেখেন-আমারও একটা এমন চাই৷ সেই টুইট নজর এড়ায়নি কেকেআর-এর৷ টুইট দেখা মাত্রই তড়িঘড়ি নায়িকার জন্য সোনালি ও বেগুনি রঙের জার্সির উপর বড় করে মিমির নাম লেখা জার্সি উপহার পাঠান৷ তারপরই এই কাস্টমাইজড জার্সি হাতে পোজ দিয়েছেন মিমি৷ এই ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷

advertisement

আরও পড়ুন-পাগলের মতো অবস্থা, জেলে বসে কাতরাচ্ছেন সুকেশ, কোন বড় চমকের ইঙ্গিত দিলেন জ্যাকলিনকে

আরও পড়ুন-মাখোমাখো প্রেমে মজে মোহর-দুর্নিবার, আক্ষেপ মেটাতেই কি প্রকাশ্যে চুম্বন? ভিডিও দেখে আঁতকে নেটিজেনরা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

নিজের সোশ্যাল মিডিয়ায় ফ্লোরাল প্রিন্টেড জাম্পস্যুট পরে জার্সি হাতে ধরে ছবিতে পোজ দিয়েছেন নায়িকা৷ কেকেআর-এর অফিসিয়্যাল টুইটার থেকে এই ছবি পোস্ট করা হয়৷ যেখানে লেখা রয়েছে- দারুণ লাগছে মিমি৷ বরাবরই ব্যক্তিগত জিনিস ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন মিমি চক্রবর্তী। এবারও তেমনটাই করলেন৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mimi Chakraborty:'এরকম একটা আমারও চাই', মিমির আবদার শুনে এটা কী করলেন শাহরুখ, জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল