আগামী সোমবার ইডেন গার্ডেনে পাঞ্জাব সুপার কিংসের মুখোমুখি হচ্ছেন কেকেআর৷ এবার তার আগেই আবদার পূরণ হল নায়িকার৷ দিনকয়েক আগে অভিনেত্রীর বান্ধবী কেকেআর-এর কাস্টমাইজড জার্সি গায়ে একটি ছবি পোস্ট করেছিলেন৷ ছবি দেখা মাত্রই সেটা নিজের টুইটারে রিটুইট করে সাংসদ অভিনেত্রী লেখেন-আমারও একটা এমন চাই৷ সেই টুইট নজর এড়ায়নি কেকেআর-এর৷ টুইট দেখা মাত্রই তড়িঘড়ি নায়িকার জন্য সোনালি ও বেগুনি রঙের জার্সির উপর বড় করে মিমির নাম লেখা জার্সি উপহার পাঠান৷ তারপরই এই কাস্টমাইজড জার্সি হাতে পোজ দিয়েছেন মিমি৷ এই ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷
advertisement
আরও পড়ুন-পাগলের মতো অবস্থা, জেলে বসে কাতরাচ্ছেন সুকেশ, কোন বড় চমকের ইঙ্গিত দিলেন জ্যাকলিনকে
আরও পড়ুন-মাখোমাখো প্রেমে মজে মোহর-দুর্নিবার, আক্ষেপ মেটাতেই কি প্রকাশ্যে চুম্বন? ভিডিও দেখে আঁতকে নেটিজেনরা
নিজের সোশ্যাল মিডিয়ায় ফ্লোরাল প্রিন্টেড জাম্পস্যুট পরে জার্সি হাতে ধরে ছবিতে পোজ দিয়েছেন নায়িকা৷ কেকেআর-এর অফিসিয়্যাল টুইটার থেকে এই ছবি পোস্ট করা হয়৷ যেখানে লেখা রয়েছে- দারুণ লাগছে মিমি৷ বরাবরই ব্যক্তিগত জিনিস ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন মিমি চক্রবর্তী। এবারও তেমনটাই করলেন৷