TRENDING:

সত্যি পঙ্গপালের আক্রমণে জেরবার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেশি-বিদেশ সিনেমার ক্লিপ

Last Updated:

কৃষকরা যেখানে জেরবার,সেখানে নেটিজেনরা সেলুলয়েডে দেখছেন পঙ্গপালের আক্রমণ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দেশের কয়েকটি রাজ্যে ছেয়ে যাচ্ছে পঙ্গপাল। আকাশ কালো করে ঘনিয়ে আসছে পঙ্গপালের মেঘ। এর মধ্যেই নেটিজেনদের মনে পড়ছে কয়েকটি সিনেমার কথা। দক্ষিণী ছবি ও হলিউডের ছবিতে পঙ্গপালের অস্তিত্ব বেশ ভালই দেখা গেছে।
advertisement

দক্ষিণী ছবি কাপ্পান। ২০১৯ সালে মুক্তি পায় ছবিটি। পরিচালক কে ভি আনন্দ। প্রধান ভূমিকায় সুরিয়া ও মোহনলাল। কৃষকদের খেতে পঙ্গপালের হানা ছবিতে দেখানো হয়। সেই দৃশ্যই এখন সোশাল মিডিয়ায় ভাইরাল।

মহারাষ্ট্র, রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাতের মত কয়েকটি রাজ্যে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল হানা দিয়েছে। ফসলে ক্ষতির আশঙ্কায় কৃষকরা ভয়ে কাঁপছেন। তার মধ্যে অনেেকই কাপ্পান ছবির এই দৃশ্য নিয়ে সোশাল মিডিয়ায় আলোচনা করছেন। অনেকে বলছেন, কাপ্পানের দৃশ্যই নাকি সত্যি হয়েছে।

advertisement

পরিচালক কে ভি আনন্দ জানিয়েছেন,কাপ্পান ছবিতে পঙ্গপালের দৃশ্য থাকায় অনেকেই ফোন করছেন। যদিও, সাম্প্রতিক পঙ্গপাল হানার খবরে আমার খারাপ লাগছে। মাদাগাস্করে সিনেমার লোকেশন দেখতে গিয়ে আমরাও পঙ্গপাল ঝাঁকের মধ্যে পড়ি। গাড়ি চালানো যাচ্ছিল না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর পঙ্গপালবাহিনী চলে যায়। এরপরই আমি কাপ্পান ছবিেত পঙ্গপালের দৃশ্য রাখার কথা ভাবি।

advertisement

শুধু দক্ষিণী ছবিই নয়, হলিউডের ছবিতেও পঙ্গপাল দেখা গেছে। যেমন,২০০৭ এর সিনমা দ্য রিপিং। পরিচালক স্টিফেন হকিংস। সিনেমার বিখ্যাত সিন, দ্য কুইন অফ লোকাস্টস। সেখানে দেখানো হয়, কীভাবে পঙ্গপাল এসে খুনের চক্রান্ত ভেস্তে দেয়।

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

তবে, পর্দার পঙ্গপাল তো আর আসল নয়। প্যাক আপের পর সবই উধাও। আসল পঙ্গপাল কিন্তু বিপদের ঘণ্টাই বাজিয়েছে। তাই সিনেমা ছেড়ে বাস্তবের মাটিতে নামাই ভাল।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
সত্যি পঙ্গপালের আক্রমণে জেরবার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেশি-বিদেশ সিনেমার ক্লিপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল