TRENDING:

Mouni Roy: সাতপাকে বাঁধা পড়লেন মৌনী-সূরজ, গোয়া থেকে বাংলায় খুশির ছোঁয়া

Last Updated:

Mouni Roy Wedding: গাঁটছড়া বাঁধলেন বঙ্গতনয়া মৌনী রায়৷ স্বামীর সঙ্গে ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন অনুরাগীরা৷ সূরজ নাম্বিয়ারের সঙ্গে কোচবিহারের কন্যা মৌনীকে দেখে মনে হচ্ছিল একেবারে রাজযোটক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Suraj Nambiar is caught in a cute moment looking at his bride during their Malayali wedding. (Image: Instagram)
Suraj Nambiar is caught in a cute moment looking at his bride during their Malayali wedding. (Image: Instagram)
advertisement

প্রতীক্ষার অবসান৷  অবশেষে গাঁটছড়া বাঁধলেন বঙ্গতনয়া মৌনী রায় (Mouni Roy)৷  স্বামীর সঙ্গে ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন অনুরাগীরা৷ সূরজ নাম্বিয়ারের (Suraj Nambiar) সঙ্গে কোচবিহারের কন্যা মৌনীকে দেখে মনে হচ্ছিল একেবারে রাজযোটক৷

সুন্দরী সিন্দুর দেকে সিঁথি করহ রাঙিয়া...

বলিপাড়ায় ফের বিয়ের ঘণ্টা৷ ভি-ক্যাটের বিয়ের পর সামাজিক মাধ্যমে সবচেয়ে জনপ্রিয় এবং চর্চিত ছিল মৌনীর (Mouni Roy) বিয়ে৷ রীতিনীতি চলছিল বেশ কদিন ধরেই৷  প্রেমও তাঁদের দীর্ঘদিনের৷ গায়ে হলুদের দিন হলুদ রঙের পিঁড়ি আর চার পাশে ছড়ানো অজস্র হলুদ ফুলের পাপড়ি ছিল আমজনতার নিউজফিডের রঙিনতম দৃশ্য।  গায়ে হলুদ ছোঁয়ান দুই পরিবারের আত্মীয়, বন্ধুরা। ছিলেন মন্দিরা বেদী, অর্জুন বিজলানি, মনমীত সিংয়ের মতো তারকারা। মৌনি রায় (Mouni Roy) তার দীর্ঘদিনের প্রেমিক সুরজ নাম্বিয়ারের সঙ্গে (Suraj Nambiar) বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ২৭ জানুয়ারি৷ যুগলকে দেখে মনে হচ্ছিল যদি বলো রঙিন, তোমাকেই শুধু আমি জানি...

advertisement

ছবি -ইনস্টাগ্রাম

আরও পড়ুন: তাপসী পান্নুর সঙ্গে ছবি পোস্ট করে দারুণ খবর দিলেন সৃজিত মুখোপাধ্যায়!

সূরজের পারিবারিক রীতিনীতিকে সম্মান করার জন্য ঐতিহ্যবাহী মালয়ালি বিবাহের রীতি অনুসারে এই দম্পতি গাঁটছড়া বাঁধেন। বিয়ের আগে বাঙালি কন্যা কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো সেরেছেন৷ তারপর পাড়ি দিয়েছেন গোয়ার সমুদ্র সৈকতে৷ অনুষ্ঠানে আমন্ত্রিতদের বিবাহ বাসরে প্রবেশের আগে দেখাতে হয়েছে কোভিড পরীক্ষার রিপোর্ট৷ মাত্র ৫০ জন অতিথিকে নিয়ে বিয়ের অনুষ্ঠান সেরেছেন কৃষ্ণা তুলসী।

advertisement

আরও পড়ুন: প্রেমিকের 'এই' কয়টি আচরণ দেখলেই বুঝবেন সম্পর্ক ভাঙার সময় এসেছে, সতর্ক হন!

সাতপাকে বাধা পড়ার আগে কালো রঙের কো-অর্ড সেটে মায়াবী লুকে দেখা গিয়েছিল মৌনীকে৷ অভিনেত্রীর মেদহীন চেহারার পিছনে রয়েছে বহু ওয়ার্কআউট। বিয়ের  ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মৌনির বন্ধুরাও হাজির হয়েছেন উদযাপনে যোগ দিতে। টেলি তারকারাও নিজেদের  প্রোফাইলে বিয়ের অনুষ্ঠানের ছবি এবং ভিডিয়ো পোস্ট করতে শুরু করে দিয়েছেন।

advertisement

ছবি -ইনস্টাগ্রাম

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিয়ের জন্য মৌনি একটি লাল এবং সাদা  শাড়ি বেছে নিয়েছিলেন,  সঙ্গে ছিল মানানসই সোনার গয়না৷  সুরজ পরেছিলেন কুর্তা এবং সাদা ধুতি৷  দীর্ঘদিনের  সম্পর্কের পরিণতির যে তৃপ্তি তা ঠিকরে পড়ছে তাঁদের চেহারায়৷ একে অপরকে আলিঙ্গন করে। এর আগে ছবি দিয়ে মৌনী লিখেছিলেন, ‘এভরিথিং’। তারই পরিপূরক হয়ে রইল এই বিয়ের ছবিও৷  তাঁদের আলিঙ্গন মনে করিয়ে দিচ্ছে সেই রবীন্দ্রসঙ্গীত, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ...

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mouni Roy: সাতপাকে বাঁধা পড়লেন মৌনী-সূরজ, গোয়া থেকে বাংলায় খুশির ছোঁয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল