TRENDING:

নোবেলের গানের ‘‌তামাশা’‌ করে ছাড়লেন শ্রোতারা!‌ লাইকের দশগুণ ডিসলাইক

Last Updated:

সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে তাঁর নতুন গান তামাশা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনেক তর্ক হয়েছে। বারবার তিনি বিতর্কিত মন্তব্য করে আলোচনায় উঠে এসেছেন। মাত্রা ছাড়া বিতর্ক তৈরি করায় তাঁকে নেটিজেনদের তোপের মুখেও পড়তে হয়েছে। কিন্তু তিনি নাছোড়বান্দা। পরে অবশ্য বলেছেন, এসবই ছিল তাঁর গানের প্রচারের জন্য। কিন্তু সেই গানই ডুবিয়ে দিল বাংলাদেশের গায়ক নোবেলকে।
advertisement

সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে তাঁর নতুন গান তামাশা। সেই গানটি সম্প্রতি মুক্তি পেয়েছে ইউটিউবে। আর সেখানেই শ্রোতারা উগড়ে দিয়েছেন ক্ষোভ। তার ভিডিওয় যত লাইক পড়েছে, তার থেকে অনেক বেশি পড়েছে ডিসলাইক। নোবেল বলেছিলেন, তাঁর পাবলিসিটি প্রয়োজন। সেটা নেগেটিভ পাবলিসিটি হলেও চলবে। কিন্তু এমন নেগেটিভ পাবলিসিটি নোবেল করে ফেলেছেন যে আর লোকে তাঁর গান শুনেও উগড়ে দিচ্ছেন ক্ষোভ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এপার বাংলার রিয়েলিটি শো সারেগামাপা–য় এসে মানুষের মন জয় করে নিয়েছিলেন মইনুল হাসান নোবেল। কিন্তু ক্রমে তাঁকে তাড়া করে বেরিয়েছে বিতর্ক। অনেকে বলেন কম সময়ে হঠাৎ এত জনপ্রিয়তার কারণেই তিনি ধরাকে সরা জ্ঞান করেছেন। আর তাতেই হি‌তে বীপরিত হয়েছে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
নোবেলের গানের ‘‌তামাশা’‌ করে ছাড়লেন শ্রোতারা!‌ লাইকের দশগুণ ডিসলাইক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল