TRENDING:

Viral: 'ও বউদি, স্বপ্নের সুন্দরী'! 'মৌচাক'-এর মধু নিয়ে আসছেন 'মৌ বউদি' ওরফে মনামী

Last Updated:

সিরিজের নাম 'মৌচাক'। মৌ হয়ে আসছেন মনামী ঘোষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: 'দুপুর ঠাকুর পো' মনে আছে নিশ্চয়! সিরিজে মাতিয়ে ছিলেন স্বস্তিকা ও মোনালিসা। এবার সেই পথেই পা রাখছেন মনামী ঘোষ। না 'দুপুর ঠাকুর পো'র নতুন সিরিজ নয়। একেবারেই অন্য একটি সিরিজে, সুন্দরী বউদি হয়ে ধরা দেবেন মনামী। সিরিজের নাম 'মৌচাক'। মৌ হয়ে আসছেন মনামী ঘোষ। এই ওয়েব সিরিজের হাত ধরেই ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন অভিনেত্রী। প্রকাশ্যে এসেছে টিজার পোস্টার। সেটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মনামী নিজেও। ক্যাপশানে লেখা, ''মৌ বৌদি আসছে খুব শিগগিরই, তোমরা তৈরি তো?'' যদিও পোস্টারে অভিনেত্রী মুখ দেখানো হয়নি।
advertisement

তবে কি ঝুমা বউদি বা উমা বউদির মতোই হতে চলেছে মৌ বউদি? না ঠিক তা নয়, মৌ বউদি খেল দেখাবেন লটারির। মজাদার কমেডি তুলে ধরা হবে পর্দায়। নাম ভূমিকায় অভিনয় করছেন মনামী। প্রতি মুহূর্তে মানুষকে বিনোদনের স্বাদ দিতেই এই সিরিজের ভাবনা। হই-চইতে জমিয়ে দেবেন মনামী ওরফে মৌ বউদি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
থাইল্যান্ডের মার্শাল আর্ট গুরু শেখালেন যুদ্ধকলার আসল মন্ত্র! মিলবে বিশেষ প্রশিক্ষণের সুযোগ
আরও দেখুন

বাংলা টেলিভিশন ও টিভি জগতে বহু দিন ধরেই কাজ করছেন মনামী। সেই সঙ্গে হয়েছিলেন রিয়েলিটি শোয়ের জাজও। তবে সিরিজে তিনি কাজ করেননি। এবার মাতিয়ে দেবেন দর্শককে। তাছাড়া মনামীর দক্ষ অভিনয় প্রথম থেকেই মন ভরিয়েছে দর্শকের। এবার নতুন কিছু করার পালা। তবে এই নতুন সিরিজের পোস্টার দেখে অনেকেই ঝুমা এবং উমা বউদির সঙ্গে তুলনা করছেন মনামীর। বেশ মজার কিছু একটা হতে চলেছে তা নায়িকার পোস্টেই স্পষ্ট। কমেডি ও শরীরী লাস্যে মন ভরাবেন মনামী। তবে দুপুর ঠাকুর পো-র মতো কিছু মজাদার বিষয় থাকবে কিনা, তা সিরিজ মুক্তি পেলেই বোঝা যাবে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral: 'ও বউদি, স্বপ্নের সুন্দরী'! 'মৌচাক'-এর মধু নিয়ে আসছেন 'মৌ বউদি' ওরফে মনামী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল