তবে কি ঝুমা বউদি বা উমা বউদির মতোই হতে চলেছে মৌ বউদি? না ঠিক তা নয়, মৌ বউদি খেল দেখাবেন লটারির। মজাদার কমেডি তুলে ধরা হবে পর্দায়। নাম ভূমিকায় অভিনয় করছেন মনামী। প্রতি মুহূর্তে মানুষকে বিনোদনের স্বাদ দিতেই এই সিরিজের ভাবনা। হই-চইতে জমিয়ে দেবেন মনামী ওরফে মৌ বউদি।
বাংলা টেলিভিশন ও টিভি জগতে বহু দিন ধরেই কাজ করছেন মনামী। সেই সঙ্গে হয়েছিলেন রিয়েলিটি শোয়ের জাজও। তবে সিরিজে তিনি কাজ করেননি। এবার মাতিয়ে দেবেন দর্শককে। তাছাড়া মনামীর দক্ষ অভিনয় প্রথম থেকেই মন ভরিয়েছে দর্শকের। এবার নতুন কিছু করার পালা। তবে এই নতুন সিরিজের পোস্টার দেখে অনেকেই ঝুমা এবং উমা বউদির সঙ্গে তুলনা করছেন মনামীর। বেশ মজার কিছু একটা হতে চলেছে তা নায়িকার পোস্টেই স্পষ্ট। কমেডি ও শরীরী লাস্যে মন ভরাবেন মনামী। তবে দুপুর ঠাকুর পো-র মতো কিছু মজাদার বিষয় থাকবে কিনা, তা সিরিজ মুক্তি পেলেই বোঝা যাবে।