TRENDING:

Monami Ghosh: আজব কাণ্ড! নিজের বার্থ ডে পার্টি নিজেই পণ্ড করলেন মনামী! অভিনেত্রীর জন্মদিনের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল

Last Updated:

Monami Ghosh: লাল গাউন পরনে বার্থডে গার্লের সেই 'অন্যরকম প্রথাভাঙা' জন্মদিন উদযাপনের ভিডিও এখন তুমুল ভাইরাল (Viral Video) হয়েছে নেটপাড়ায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: 'মাই লাইফ মাই রুলস' এই প্রবাদেই যে তিনি বিশ্বাসী তা বার বারই স্পষ্ট করেছেন মনামী ঘোষ (Monami Ghosh) । আর দিনটি যদি তাঁর জন্মদিন হয় তবে তা পালন করার পদ্ধতিও তাঁরই হবে এমনটাও বেশ স্বাভাবিক। কারণ নিজের শর্তেই জীবন যাপন পছন্দ করেন মনামী ঘোষ (Monami Ghosh)। তাই বলে নিজেই নিজের বার্থ ডে পার্টি এক্কেবারে তছনছ করে দিলেন অভিনেত্রী? লাল গাউন পরনে বার্থডে গার্লের সেই 'অন্যরকম প্রথাভাঙা' জন্মদিন উদযাপনের ভিডিও এখন তুমুল ভাইরাল হয়েছে নেটপাড়ায়।
 জন্মদিনে ধামাকা মনামীর
জন্মদিনে ধামাকা মনামীর
advertisement

টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী মনামী। সিনেমা, সিরিয়াল, ওয়েবসিরিজ – তিন মাধ্যমেই সমান বিচরণ মনামির। ‘ইরাবতীর চুপকথা’ শেষ করে হয়েছিলেন ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’র বিচারক। তারপর ‘মৌচাক’ সিরিজের মৌ বউদি হয়ে দর্শকদের মনে বেশ চওড়া দাগ কাটেন অভিনেত্রী (Monami Ghosh Birthday)। ক্রমশ বাড়তে শুরু করে ইনস্টাগ্রামের ফ্যান ফলোয়ার।

আরও পড়ুন : ১৪ নয়... ‘একুশে ফেব্রুয়ারিই ভ্যালেন্টাইনস ডে’, কেন হঠাৎ এমন বললেন 'রাজ-ঘরণী' শুভশ্রী?

advertisement

শনিবার এক্কেবারে ডিভার মতোই নিজের জন্মদিন পালন করেন। আর সেখানেই স্পেশ্যাল ফটোশুট করেন বার্থডে গার্ল (Monami Ghosh Birthday)। লাল টুকটুকে গাউনে সাজেন মনামী। বিশেষ ফটোশুটও সারেন। তারপরই বার্থ ডে স্পেশ্যাল ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন। বেশ ‘দাবাং’ মুডেই ছিলেন অভিনেত্রী। প্রথমে ‘হ্যাপি বার্থ ডে’ লেখা থেকে ‘H’ শব্দটি খুলে ফেলেন। তারপরই ছুরি দিপে কোপ দেন কেকে। অনেক বেলুন ফুলিয়ে সাজানো হয়েছিল অভিনেত্রীর জন্য (Viral Video)। সমস্ত এক এক করে ফাটিয়ে দেন।

advertisement

চেনা প্রথার বাইরে গিয়ে এভাবেই নিজের জন্মদিন সেলিব্রেট করেন অভিনেত্রী। ভিডিও (Viral Video) শেয়ার করে ক্যাপশনে লেখেন, “সব বার্থ ডে গার্ল সমান হয় না”। বিশেষ এই ফটোশুটে অভিনেত্রীর ছবিগুলি তুলেছেন সায়ন্তন দত্ত। তাঁর মেকআপ ও হেয়ার স্টাইলের দায়িত্বে ছিলেন অমিত দাস। পোশাকসজ্জায় নীল সাহা।

অভিনেত্রীর এই অন্যরকম বার্থডে শ্যুট তাঁর অনুরাগীদের কিন্তু দারুণ পছন্দ হয়েছে। অনেকেই মনামীকে (Monami Ghosh) রাজকন্যা আখ্যা দিয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

টলিউডের একাধিক তারকাও মনামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। “শুভ জন্মদিন মনা”, লেখেন অপরাজিতা আঢ্য। “আমার সবেচেয়ে পছন্দের ডিভা। বয়স যার কাছে একটা নম্বর মাত্র।” জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন ঊষসী চক্রবর্তী।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Monami Ghosh: আজব কাণ্ড! নিজের বার্থ ডে পার্টি নিজেই পণ্ড করলেন মনামী! অভিনেত্রীর জন্মদিনের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল