একরত্তিকে কোলে নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি দিয়েছেন মোনালিসা। ছেলের নাম রেখেছেন রেয়াংশ। একই ফ্রেমে মা এবং সন্তান। আপ্লুত অভিনেত্রীর অনুরাগীরা। 'কে আপন কে পর'-এর তন্দ্রাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।
টেলিভিশনে সঞ্চালিকা হিসেবে প্রথম জনপ্রিয়তা পান মোনালিসা। পরবর্তীতে কাজ করেছেন ছোট এবং বড় পর্দায়। 'কে আপন কে পর' ছাড়াও মোনালিসার ঝুলিতে রয়েছে 'বোঝে না সে বোঝে না', 'বেদের মেয়ে জ্যোৎস্না'র মতো সফল ধারাবাহিক। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত 'সাত পাকে বাঁধা'য় কোয়েল মল্লিকের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
advertisement
আরও পড়ুন : সিংহরায় পরিবারে নতুন অতিথি! রাহুল-দ্য়ুতির জীবনে এ কোন ঝড়ের আভাস?
আরও পড়ুন : 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে রচনাকেই ধমক? মাঝপথে কথা থামিয়ে দিলেন শ্রীতমা, কেন!
২০১৮ সালে দীর্ঘ দিনের বন্ধু, পেশায় তথ্যপ্রযুক্তিকর্মী বিশ্বজিৎ সরকারকে বিয়ে করেন মোনালিসা। 'কে আপন কে পর' ধারাবাহিকের পর যদিও আর পর্দায় দেখা যায়নি তাঁকে। আপাতত একরত্তিকে ঘিরেই আবর্তিত তাঁর জীবন।