হৃত্বিক অভিনীত ‘মহেঞ্জো দারো’ ছবি নিয়ে এবার উঠল নতুন এই বিতর্ক ৷ পরিচালক আশুতোষ নাকি আকাশাদিত্যর চিত্রনাট্য চুরি করেই তৈরি করেছেন তাঁর এই ছবি ৷ চিত্রনাট্য কর আকাশাদিত্য সম্প্রতি জানিয়েছেন, ‘১৯৯৫ সালে হরপ্পা সভত্যা নিয়ে একটা স্ক্রিপ্ট লিখেছিলাম ৷ সেই চিত্রনাট্য হাতে নিয়েই প্রথমে মুম্বইয়ে কাজ খুঁজতে আসা ৷ সেই সময় বহু মানুষকেই চিত্রনাট্যটি শুনিয়েছিলাম৷ যার মধ্যে একজন ছিলেন আশুতোষের সহকারিও ৷ তিনি আমার কাছ থেকে চিত্রনাট্যটি নিয়ে যান আশুতোষকে পড়ানোর জন্য ৷ কিন্তু আশুতোষ জানিয়ে ছিলেন লাগানের পর তিনি আপাতত কোনও পিরিয়ড ছবি করবেন না ৷ তবে কিছু বছর আগে জানতে পারি, আশুতোষ হরপ্পা নিয়ে নতুন ছবি করছে ৷ সেটা শোনার পর আমি আশুতোষকে ইমেল করি ৷ সেই মেলের জবাব অবশ্য আশুতোষ দেননি ৷ তবে আমি জানতে পারি আশুতোষের মহেঞ্জো দারো ছবির চিত্রনাট্যের সঙ্গে আমার ছবির চিত্রনাট্যের প্রচুর মিল ৷ ’
advertisement
পরিচালক এই অভিযোগে আশুতোষ গোয়ারিকরে নামে মামলাও করেছেন মুম্বই কোর্টে ৷ ২৬ জুলাই রয়েছে এই মামলার শুনানি ! তবে ‘মহেঞ্জো দারো’ ছবির টিম এ ব্যাপারে কোনও ধরণের মন্তব্য করতে চায়নি ৷