TRENDING:

শামির বিরুদ্ধে বোমা ফাটাচ্ছেন, তবে হাসিন ব্যস্ত অন্য কিছুতেও

Last Updated:

সুন্দরী হাসিন নিজেকে নিয়ে এখন দারুণ ব্যস্ত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : বার্মিংহ্যামে বল হাতে মহম্মদ শামির দুরন্ত পারফরম্যান্স ৷ তবে পিছিয়ে নেই হাসিন জাহানও ৷ তিনিও ব্যস্ত ৷ একদিকে যেমন মহম্মদ শামির বিরুদ্ধে বোমা ফাটানো জারি রয়েছে হাসিনের, ঠিক তেমনিই ব্যস্ত তিনি নিজেকে নিয়েও ৷
advertisement

মুম্বইয়ের জন্য নিজেকে যেমন প্রস্তুত করছেন, ঠিক তেমনিই আবার নিজেকেও ‘মি টাইম’ দিচ্ছেন ৷ হাসিন নিজেকে এখন সেলফি মাস্টার তকমা দিয়েছেন ৷ এককথায় স্পিডস্টারের -সেলফি মাস্টার স্ত্রী ৷

নিজের একের পর এক সেলফি সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করেছেন হাসিন ৷ কোনওটাও লাস্য, কোনটায় জ্বলবা, সব মিলিয়ে সুন্দরী স্ট্রেট ব্যাটে খেলে বাজিমাত করছেন ৷

advertisement

Photo Courtesy : Haseen Jahan/ Facebook Account

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
শামির বিরুদ্ধে বোমা ফাটাচ্ছেন, তবে হাসিন ব্যস্ত অন্য কিছুতেও