সেই থেকেই ছেলেকে নিয়েই শুরু করেন জীবনে ঘুরে দাঁড়ানোর লড়াই। তবে সেই পথ ছিল না খুব একটা মসৃণ। সম্পর্কের জটিলতায় তাকে বিভিন্ন রকম অত্যাচারের সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু হাল ছাড়েননি তিনি। নিজেকে সুন্দর করে তোলার মেক-আপ, জুয়েলারি ডিজাইনার এমনকি মডেল হিসেবে তার দক্ষতা ও প্রতিভা দেশের নানা প্রান্তের মানুষের মধ্যে সফলভাবে নিজের জায়গা করে নিতে সাহায্য করেছে এই বঙ্গ তনাকে। গার্গী ভঞ্জ ইতিমধ্যেই গোয়ার সেরা সুন্দরী তকমা পেয়েছেন।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
মুম্বাই, দিল্লি, ভোপাল সহ দেশের বিভিন্ন রাজ্যে র্যাম্প শো-তে নিজের সৌন্দর্যকে তুলে ধরে নজর কেড়েছেন এই মডেল। সেলিব্রেটি, সিনেমা পরিচালক থেকে অভিনয়ের প্রস্তাবও এসেছে তার কাছে। তবে তিনি নিজেকে মডেল হিসেবেই যেন মেলে ধরতে পছন্দ করেন। এবার বাংলার বুকে অনুষ্ঠিত হওয়া সেরা তিলোত্তমার মঞ্চে বলিউড অভিনেতা অর্জুন রামপাল, আরবাজ খানদের সঙ্গেই দেখা যাবে গার্গী কে। বাবা অশোক কুমার ভঞ্জ, মা বন্দনা ভঞ্জ সহ গোটা পরিবার তাই মেয়ের এই সাফল্যের উৎসাহ যোগাচ্ছে। কীভাবে কঠিন সময়ে লড়াই করে সামনে এগিয়ে যেতে হয় তা দেখিয়েই, গার্গী ভঞ্জ-র জীবন যেন আজ অন্যান্য নারীদের কাছেও হয়ে উঠেছে অনুপ্রেরণা।
Rudra Narayan Roy