হুকস্টেপে পা মেলালেন দুই সেলেব্রিটি। একে অপরকে জড়িয়ে ধরে ঠিক যেন সিনেমার রাজু ও ভিমের মতই বন্ধুত্বের প্রতিচ্ছবি পাওয়া গেল ভিডিওর মধ্য দিয়ে। এরকমই এক নজরকাড়া ঘটনা ঘটল সোশ্যাল মিডিয়ায় । 'নাটুনাটু' হুক স্টেপে ক্যমেরাবন্দি হলেন এই সিনেমার দুই প্রাণভ্রমরা । না রামচরণ ও জুনিয়ার এনটিআর নয় এই দৃশ্যে নাচতে দেখা গেল প্ররিচালক রাজামৌলি এবং সঙ্গীতকার কিরাভানিকে । এই নাচের ভিডিও শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
এর আগেও পরিচালর রাজামৌলি তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে কিরাভানির সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন, এই পোস্টের মাধ্যমেই নিজের দূর সম্পর্কের আত্মীয় ও প্রবীণ সঙ্গীত সুরকারকে অভিনন্দন জানান তিনি।
ভারতীয় ছবির মধ্যে গোল্ডেন গ্লোবের জন্য শেষ মনোনিত হয়েছিল সালাম বোম্বে (১৯৮৮) ও মনসুন ওয়েডিং (২০০১ ) -এর পরে প্রায় দুই দশক পরে গোল্ডেন গ্লোবের জন্য মনোনীত হল আরআরআর। ছবিটি মুক্তির পাওয়ার পর থেকেই মন কেড়ে নেয় দর্শকদের। বিশ্বব্যাপী ভালবাসা এবং প্রশংসাও অর্জন করে 'আরআরআর'।
আরও পড়ুন: কো-অর্ড পোশাকে শীতের দিনে উষ্ণতা বাড়ালেন মালাইকা, ছবি নিমেষে ভাইরাল
বহু ভারতীয় সেলিব্রিটি ছাড়াও, দ্য রুসো ব্রাদার্স, জেজে আব্রামস, জেমস গান, জেসিকা চ্যাস্টেইন, স্কট ডেরিকসন, জোসেফ মরগান, ফ্রান্সেস ফিশার এবং এডগার রাইটের মতো ব্যক্তিত্বরা প্রচুর প্রশংসা করেছেন ছবিটির ।
এখন পরিচালক ও সঙ্গীতকারের হুকস্টেপ আলোরণ ফেলে দিয়েছে সামাজিক মাধ্যমে।